পরপর শিশু মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে, আজ ফের জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় মৃত এক শিশু
ছোট্ট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, হাঁপরের মতো উঠছে-নামছে একরত্তি বুক। বিফলে যাচ্ছে চিকিৎসকদের সব চেষ্টা।
বাচ্চু দাস, দার্জিলিং: উত্তরবঙ্গ মেডিক্যালে ফের জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় এক শিশুর মৃত্যু হল। হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য কারণে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। একের পর এক শিশু-মৃত্যুর ঘটনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ।
ছোট্ট শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, হাঁপরের মতো উঠছে-নামছে একরত্তি বুক। বিফলে যাচ্ছে চিকিৎসকদের সব চেষ্টা। উত্তরবঙ্গে নাগাড়ে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, গত এক মাসে এই হাসপাতালে জ্বর-শ্বাসকষ্টের সমস্যায় শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।
হাসপাতাল সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় ৫জন শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার কারণে মৃত্যু হয়েছে ৮ মাসের এক শিশুর। বাকি ৪শিশুর মধ্যে একজনের লিভার সমস্যায় মৃত্যু। ওজন অতিরিক্ত কম থাকায় জীবনযুদ্ধে যুঝতে পারেনি বাকি ৩ শিশু। লাগাতার শিশু-মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গ হাসপাতালে গিয়ে সুপারের সঙ্গে কথা বলেন জেলা তৃণমূল সভানেত্রী।
দার্জিলিং-এর তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষের কথায়, পরিকাঠামো ভাল, কিন্তু বাচ্চাগুলো সময়মতো হাসপাতালে আসছে না। যখন আসছে ততক্ষণে দেরি হয়ে যাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানিয়েছেন, পরিসংখ্যান দিয়েছেন কতজন শিশু মারা গেছে, কতজন আক্রান্ত হয়েছে ওই জায়গাটা দেবে।>>পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৭ জন শিশু উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি হয়েছে। যার মধ্যে জ্বর-শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে ১০ জনের।
অসুস্থ শিশুর বাবা সুকমল মণ্ডলের কথায়, বাচ্চার ১ মাস ধরে জ্বর, ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি ছিল। উত্তরবঙ্গ মেডিক্যালে একবার ভর্তি করেছিলাম, তারপর আবার বাড়িতে নিয়ে যাই। আবার জ্বর আসছে। আজ আবার ভর্তি করেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, শিশুদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলেই আতঙ্ক চেপে বসছে অভিভাবকদের মধ্যে।