North Bengal Weather : সিকিমে তুষারপাতের প্রভাব কি দার্জিলিঙেও? শীতের কাঁপুনি তীব্র হবে বৃষ্টির সঙ্গতে
Weather Update: দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
![North Bengal Weather : সিকিমে তুষারপাতের প্রভাব কি দার্জিলিঙেও? শীতের কাঁপুনি তীব্র হবে বৃষ্টির সঙ্গতে North Bengal Weather Darjeeling Weather light Rain Snowfall Prediction 15 January 2024 North Bengal Weather : সিকিমে তুষারপাতের প্রভাব কি দার্জিলিঙেও? শীতের কাঁপুনি তীব্র হবে বৃষ্টির সঙ্গতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/4e46ae1f690243dcc413f70bd6eb7683170529174199753_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ম মিত্র, কলকাতা : মকর সংক্রান্তিতে ( Makar Sankranti ) সাধারণত প্রবল ঠান্ডা থাকে। এবারও কুয়াশা ও হাওয়ার দাপটে মালুম হল শীতের কামড়। তবে আবহাওয়া দফতরের তালিকা বলছে গত ২৪ ঘণ্টায় বেড়েছে তাপমাত্রা। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ সহ গোটা বাংলার বিভিন্ন জেলায়।
আবহাওয়ার পরিবর্তন: সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের যে জেলাগুলি বিহার সংলগ্ন, সেখানে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে । বিহার সংলগ্ন কিছু অংশে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। ঘন কুয়াশার সবথেকে বেশি সম্ভবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
এক নজরে দেখে নেওয়া যাক, উত্তরবঙ্গের তাপমাত্রা নিয়ে কী বলছে মৌসম ভবনের ওয়েবসাইট ( mausam.imd.gov.in )
Date: 2024-01-15 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Baharampur | 19.6 (14/01) | -5 | 9.6 | -2 | 81 | 73 (14/01) | NIL |
Coochbehar | 22.4 (14/01) | 0 | 12.7 | 4 | 97 | 86 (14/01) | NIL |
Darjeeling | 15.4 (14/01) | 5 | 5.5 | 5 | 67 | 63 (14/01) | NIL |
Jalpaiguri | 25.1 (14/01) | 2 | 11.0 | -1 | 100 | 76 (14/01) | NIL |
Kalimpong | 15.0 (14/01) | -2 | 9.3 | 3 | 68 | 71 (14/01) | NIL |
Malda | 16.3 (14/01) | -6 | 11.9 | -2 | 96 | 87 (14/01) | NIL |
MURSHIDABAD | 19.0 (14/01) | -- | NA | -- | -- | -- | NA |
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আরও পড়ুন :
সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)