North Bengal Weather:আপনার জেলাতেও কি তুষারপাতের সম্ভাবনা? আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
Winter Cold: আজ দার্জিলিঙের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিন তুষারপাত হতে পারে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে গত কালই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে। বরফে ঢেকেছে দার্জিলিং। শীতে কাঁপছে শৈলশহর। আবহাওয়া দফতর আরও জানায়, উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। আজ দার্জিলিঙের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-তিনদিন তুষারপাত হতে পারে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সকালে কুয়াশা থাকলেও পরের দিকে মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।
এদিকে দৃশ্যমানতার সমস্যা গত কালই জানিয়েছিলেন তাঁরা। পাশপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। তার প্রভাব পড়েছে দার্জিলিংয়েও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
- দেখে নেওয়া যাক আগামীকাল কোন জেলার কেমন আবহাওয়া আজ
-
জেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা: ৬ ডিগ্রিআর্দ্রতা: ৫৭%বাতাস: ৯ মাইল/সেকেন্ডজলপাইগুড়ি আর্দ্রতা: ৬৭ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং আর্দ্রতা: ৬০ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
আর্দ্রতা: ৮১%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা আর্দ্রতা: ৬৮ %বাতাস: ১১ কিমি/ঘণ্টা
আরও পড়ুন:এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে শহরের ৬টি ঠিকানায় হানা ইডি-র
আবহাওয়ার আপডেট: কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য। তার মধ্যেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতে যে বৃষ্টি হতে পারে, সে কথা গত কালই জানিয়েছিল আবহাওয়া দফতর। আজও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। পূবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া হুগলি এবং নদিয়া জেলায়। বস্তুত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।