Weather Update: ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, রাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সর্তকতা উত্তরবঙ্গে..
North Bengal Weather Update: সাধারণ মানুষ যেনও এই সময় বাড়ির ভিতরে থাকে, আজ রাতে হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর..
ঝিলম করঞ্জাই, কলকাতা: উত্তরবঙ্গের পাঁচ জেলার জন্য ফের আজ রাতে হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ( Weather Office)। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে এই দুর্যোগের সম্ভাবনা। সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট থেকে ২-৩ ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার চলতে পারে। সাধারণ মানুষ যেনও এই সময় বাড়ির ভিতরে থাকে। বাইরে থাকলে যেনও সুরক্ষিত জায়গায় দ্রত আশ্রয় নেয় বলে সতর্কবার্তা হাওয়া অফিসের।
এদিকে উত্তরবঙ্গে যখন ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি, ঠিক তখনও ঘামে ভেজা অফিস যাত্রীরা ফিরছেন বাড়ি। বিকেল পেরোলেও কালো পিচের রাস্তা তাপ ছাড়ছে। মূলত পুরোপুরিই উল্টো দৃশ্য দক্ষিণবঙ্গে। আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আরও বাড়বে গরম। আজ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রিতে। গত মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তারই মাঝে বৃষ্টি তো দূরের কথা বিকেল পেরোতেই তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস।
অর্থাৎ রাত পেরোলেই তাপপ্রবাহের আশঙ্কা কাল দক্ষিণবঙ্গে। পশ্চিমের পাঁচ জেলা থেকে সমস্ত দক্ষিণবঙ্গে ছড়াবে এই তাপপ্রবাহ। ৬ তারিখ বা শনিবার থেকে কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা আছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকতে পারে বেশ কয়েকটি জেলায়। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। তবে প্রকৃতি কি একটুও কোমল হবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতি ? সে উত্তরও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, ৪২-এ পৌঁছতে পারে তাপমাত্রা, আগামীকাল থেকেই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে..
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ছয় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)