North Dinajpur: নদী থেকে বেআইনিভাবে মাটি কাটা ও বালি পাচারের অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা
North Dinajpur News: আইন ও পরিবেশ বিধিকে বুড়ো আঙুল। দিনের আলোয় সকলের চোখের সামনেই নদী থেকে তোলা হচ্ছে মাটি ও বালি। পাড় থেকে মাটি কেটে বোঝাই করা হচ্ছে ট্রাক্টরে।
সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে দোলঞ্চা নদী থেকে বেআইনিভাবে মাটি কাটা ও নদী থেকে বালি তুলে পাচারের অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতি বিষয়টি জানা নেই বলে দাবি করলেও চুরির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল প্রধান। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিতর্কের মুখে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
বেআইনিভাবে মাটি কাটা ও নদী থেকে বালি তুলে পাচারের অভিযোগ: আইন ও পরিবেশ বিধিকে বুড়ো আঙুল। দিনের আলোয় সকলের চোখের সামনেই নদী থেকে তোলা হচ্ছে মাটি ও বালি। পাড় থেকে মাটি কেটে বোঝাই করা হচ্ছে ট্রাক্টরে। অভিযোগ, দিনের পর দিন, এভাবেই, উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দোলঞ্চা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি তুলে চলছে পাচার। সকলের চোখের সামনে এই ঘটনা ঘটলেও, অভিযোগ প্রশাসন কার্যত ঠুঁটো জগন্নাথ প্রশাসন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের এরকম কিছু জানাই নেই।
উত্তর দিনাজপুরের ইসলামপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জাকির হোসেনের দাবি, “এরকম কোন ঘটনার কথা জানা নেই। ঘটনা সত্যি হলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব। এলাকার পঞ্চায়েতকে বিষয়টি দেখতে বলব।’’ তৃণমূলের ব্লক সভাপতি বিষয়টি জানা নেই বলে দাবি করলেও, মাটি চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান। ইসলামপুরের তৃণমূল নেতা ও মাটিকুন্ডা (১) প্রধান মেহেবুব আলম, “পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। এভাবে মাটি বালি চুরি বন্ধ হোক। তদন্তের কথা বলব।’’ উত্তর দিনাজপুরের সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, “বালি মাটি তোলার করা সকলেই জানে। পুলিশ-প্রশাসন সবাই মাটি মাফিয়াদের সঙ্গে যুক্ত।’’ অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। ইসলামপুর মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক কর্মা ছেরিং ভুটিয়া বলেন, “ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি। এরপরেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ এভাবে লাগাতার মাটি ও বালি তোলায় নদীর ভারসাম্য নষ্ট হওয়ায় ঘটতে পারে বড়সড় বিপর্যয়, প্রমাদ গুণছেন স্থানীয়রা।
আরও পড়ুন: Hooghly News: চুঁচুড়ায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, রুখতে তৎপর তৃণমূল বিধায়ক