BSF Update: বিএসএফের পরিধি বাড়ায় বিপাকে পড়বে সীমান্ত লাগোয়া গ্রাম? কেন্দ্রের সিদ্ধান্তে প্রমাদ গুনছেন বাসিন্দারা
পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমে BSF-এর কর্মক্ষেত্রের সীমা ১৫ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার। মোদি সরকারের এই বিজ্ঞপ্তি ঘিরেই বেশ কয়েকদিন ধরে চলছে বিতর্ক।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিএসএফের (BSF) পরিসর বৃদ্ধি নিয়ে চলছে তুমুল (TMC) রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুরের (North Dinajpur) মালন গ্রামের (Malan Village) বাসিন্দারাও।
পশ্চিমবঙ্গ (West bengal), পঞ্জাব (Panjab) ও অসমে (Assam) BSF-এর কর্মক্ষেত্রের সীমা ১৫ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার। মোদি সরকারের (Central Government) এই বিজ্ঞপ্তি ঘিরেই বেশ কয়েকদিন ধরে চলছে বিতর্ক।
কেন্দ্রের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলি। সীমান্তরক্ষী বাহিনীর কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরোধিতায়, মঙ্গলবার প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়।
বিরোধীদের নিশানা করে পাল্টা ময়দানে নেমেছে বিজেপিও (BJP)। শাসক-বিরোধী দ্বৈরথ চলার মধ্যেই চিন্তায় রয়েছে সীমান্তপারের মানুষ (India Bangladesh Border)। এই যেমন উত্তর দিনাজপুরের North Dinajpur) হেমতাবাদের (Hemtabad) মালন গ্রাম।
কাঁটাতার পেরোলেই বাংলাদেশ। সর্বদা BSF-এর কড়া নজরদারিতে থাকতে হয় এলাকার বাসিন্দাদের । কেন্দ্রের (Central Govenment) সিদ্ধান্তে প্রমাদ গুণছেন তাঁরা। উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা (TMC leader) অরিন্দম সরকার জানিয়েছেন, এতদিন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখাত, এখন বিএসএফকে কাজে লাগাবে, এর বিরোধিতা করব । উত্তর দিনাজপুরের (North Dinajpur) বিজেপি নেতা (BJP leader) বিশ্বজিৎ লাহিড়ির কথায়, তৃণমূল তো বিরোধিতা করবেই, বিভিন্ন পাচারে জড়িত ওরা ।
এদিকে বিভিন্ন মহলে বিতর্কের মধ্যেই এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএসএফ (BSF)। এডিজি বিএসএফ ওয়াই বি খুরানিয়া গতকাল সাংবাদিক বৈঠক করে জানান, তদন্ত করার কোনও ক্ষমতা নেই BSF’এর। আমরা তল্লাশি, বাজেয়াপ্ত করি। তা হস্তান্তর করা হয় রাজ্য পুলিশকে। আমাদের FIR করারও ক্ষমতা নেই। সব মিলিয়ে সীমান্তরক্ষী বাহিনীর পরিসরবৃদ্ধি নিয়ে বিতর্ক অব্যাহত।
আরও পড়ুন: Mamata Banerjee-Madan Mitra: মমতার নির্দেশ, এবার থেকে 'অন্য গান' গাইতে হবে মদন মিত্রকে?