North Dinajpur:নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ
Kaliaganj: অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে
উত্তর দিনাজপুর: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য় সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য় করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল। চলে ধরপাকড়।
রাস্তা অবরোধ, আগুন জ্বেলে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা পুলিশের লাঠিচার্জ। সব মিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি। এলাকা নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের সেল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে, শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা। শুক্রবার সকালে একটি পুকুরে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত নাবালিকা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলে, প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রথমে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ ও পরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ মৃতদেহ তুলতে গেলে, বাধা দেন বিক্ষোভকারীরা। এরপরই দু-পক্ষের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পুলিশের দিকে উড়ে আসতে থাকে ইট। পাল্টা ইট ছোড়ে পুলিশও। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। চলে ব্যাপক লাঠিচার্জ।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, মৃত নাবালিকার সঙ্গে এক যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল। মৃতের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই যুবক ও তাঁর বাবাকে আটক করা হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে, আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
আক্রমণে বিজেপি:
কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে শুভেন্দু অধিকারী। 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন, দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ, দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন! ছিঃ', মুখ্যমন্ত্রীকে নিশানা করে ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
পাল্টা তোপ কুণালের:
'শকুনের রাজনীতি করছে বিজেপি, উত্তরপ্রদেশের দিকে তাকাক', পাল্টা আক্রমণ কুণাল ঘোষের।