North Dinajpur: করোনা আতঙ্কের মাঝেই জ্বরের থাবা উত্তর দিনাজপুরে, ক্রমশ বাড়ছে সংক্রমণ
এরই মধ্যে ফের জ্বরের থাবা উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগী।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: একদিকে রাজ্য বাড়ছে করোনা ভাইরাস। এরই মধ্যে ফের জ্বরের থাবা উত্তর দিনাজপুরে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগী। যার মধ্যে ডেঙ্গি আক্রান্তও কয়েকজন আছেন। কালাজ্বর নিয়েও কমিটি গঠন করা হয়েছে। উদ্বেগ বাড়ছে জেলায়।
জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে রায়গঞ্জ মেডিকেলে। প্রতিদিনই গড়ে প্রায় ৭ থেকে ৮জন রোগী ভর্তি হচ্ছেন জ্বর নিয়ে। মঙ্গলবার দুপুর পর্যন্ত জ্বর নিয়ে ভর্তির সংখ্যা ৩৫ জন। আরও রোগীর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা। এখনো পর্যন্ত ১১ জনের শরীরে ডেঙ্গির প্রাথমিক রিপোর্টে পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। জ্বরের বাড়বাড়ন্তের কথা স্বীকার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষও। আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড তৈরির কথাও ভাবছে রায়গঞ্জ মেডিকেল।
এই জ্বর আসলে কি কারণে তা এখনো স্পষ্ট নয়, যা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন চিকিৎসক মহল ও সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার চাকুলিয়া, গোয়ালপোখরের বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত রয়েছেন বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ইটাহার, রায়গঞ্জ এবং দক্ষিন দিনাজপুরের বেশকিছু রোগী রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। যাদের অনেকেরই এখনো জ্বরের কারন জানা যায়নি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
উদ্বেগের পারদ চড়িয়ে রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩৭ জন।
বুধবার প্রকাশিত সরকারি বুলেটিন বলছে, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে এই সময় পর্বে। ২৫ জন সংক্রমিত হয়েছেন সেখানে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯ জন, ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেব বলছে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৯ জন। সেখানে ২ জনের মৃত্যু হয়েছে।