Bankura TMC : 'এখানকার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে', সুকান্ত আক্রমণে তালডাংরার TMC সভাপতি
ABP Ananda LIVE : বাপের ব্য়াটা হলে তালডাংরায় দাঁড়ান, সুকান্ত মজুমদারকে আক্রমণ তৃণমূল নেতার। বিজেপি নামক দলকে বাংলার মানুষ একটাও ভোট দেবে না,এখানে একজন নেতা এসেছিল সুকান্ত মজুমদার, এখানকার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে'
আরও খবর...
আনন্দপুরে পুড়ে খাক বহু প্রাণ ! অগ্নিদগ্ধ গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি? কোথায় ছিল ত্রুটি ?
দুঃস্বপ্নের রাত। অগ্নিগ্রাসে একের পর এক মানুষ। ২টি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যখন স্বজনহারাদের কান্না বাঁধ মানছে না, তখন প্রশ্ন উঠছে, অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গুদাম দুটো কি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল? প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীরাও। অভিযোগ, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি বুজিয়ে তৈরি করা হয়েছিল অভিশপ্ত গুদাম দুটি। আর, এনিয়েই এখন তুঙ্গে উঠেছে তরজা।
সালটা ছিল ১৯৭১। গোটা বিশ্বের জলাভূমি সংরক্ষণ নিয়ে একটি সম্মেলন হয়েছিল ইরানের রামসর শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি RAMSAR । ১৯৮২ সালে, জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি RAMSAR কনভেনশনে স্বাক্ষর করে ভারত। ভারতের ৯৬টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করেছে RAMSAR । তার একটি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কিন্তু সেটাও কি এখন বিপন্ন?


















