(Source: ECI/ABP News/ABP Majha)
North Dinajpur News: থানার অদূরে বাইক থামিয়ে গুলি দুষ্কৃতীদের, দিনেদুপুরে খুন ব্যবসায়ী
দিনেদুপুরে উত্তর দিনাজপুরের ডালখোলায় শ্যুটআউট। থানা থেকে দেড় কিলোমিটারের মধ্যে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন। নিহত জাইদুল হক ভুট্টার ব্যবসা করতেন।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলা থানার (Dalkhola Police Station) অদূরে দিনেদুপুরে খুন হয়ে গেলেন এক ব্যবসায়ী! বাইক থামিয়ে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ের জন্য খুন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। তা জানতে খুনের আগে ব্যবসায়ীর সঙ্গে থাকা ৩ বন্ধুকে আটক করেছে পুলিশ।
দিনেদুপুরে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলায় (Dalkhola Shootout) শ্যুটআউট। থানা থেকে দেড় কিলোমিটারের মধ্যে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন। নিহত জাইদুল হক ভুট্টার ব্যবসা করতেন।
গোয়ালপোখরের মালিনগাঁও গ্রামে তাঁর বাড়ি। নিহতের বন্ধু সূত্রে দাবি, বুধবার বেলা আড়াইটা নাগাদ বাইক চালিয়ে ফিরছিলেন জাইদুল। বাইকের পিছনে বসে ছিলেন তাঁর এক বন্ধু। কিছুটা দূরত্ব বজায় রেখে পিছন পিছন আরেকটি বাইকে যাচ্ছিলেন জাইদুলের আরও দুই বন্ধু।
অভিযোগ, ভগবানপুর এলাকায় মুখে রুমাল বাঁধা দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে জাইদুলের বাইক থামিয়ে টাকা দাবি করে। টাকা দিতে গড়িমসি করলে এক দুষ্কৃতী জাইদুলের বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়।
আরও পড়ুন: Murshidabad: সম্পত্তি বিবাদে মারপিট, ধুন্ধুমার ভগবানগোলায়
ব্যবসায়ী জাইদুল মাটিতে লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা বাইকে চম্পট দেয় বলে অভিযোগ। আহত ব্যবসায়ীকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত জাইদুলের বন্ধু মোবারক আলমের কথায়, আমরা বিশ মিটারের আগেপিছে যাচ্ছিলাম। আমার পিছনের কলার ধরল। ওকে গালাগালি করে গুলি করে দিল। আমাকে ধরে রেখেছিল। আমার থেকে ১ লাখ, ওর থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়েছে।
কিন্তু, প্রশ্ন উঠছে দুষ্কৃতীরা টাকাই যদি পেয়ে গিয়ে থাকে তাহলে ব্যবসায়ীকে খুন করল কেন? ঘটনার সময় উপস্থিত বাকি সঙ্গীরা পালাতে পারলেন কীভাবে? নিছক ছিনতাইয়ের জন্য খুন? নাকি হত্যার পিছনে অন্য রহস্য রয়েছে? এসব প্রশ্নের উত্তর পেতে নিহত ব্যবসায়ীর ৩ সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।