North Dinajpur: মাটি ধসে মৃত্যু ৪ শিশুর, ব্যাপক উত্তেজনা চোপড়ায়
North Dinajpur News: চোপড়ায় ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে ৪ শিশুর মৃত্যু। শিশুদের মৃত্যু ঘিরে চোপড়ায় উত্তেজনা।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: চোপড়ায় (Chopra) ড্রেনের কাজ (drain system) চলাকালীন মাটি ধসে ৪ শিশুর মৃত্যু। ৪ শিশুর মৃত্যু ঘিরে চোপড়ায় উত্তেজনা। বিএসএফ (BSF) ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় বিপত্তি। মাটি ধসে চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের।
মাটি ধসে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৪ শিশুর
চোপড়ার চেতনাগছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে প্রাণ গেল ৪ শিশুর। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা শিশুদের মাটি তলা থেকে উদ্ধার করে। তাদের এরপর চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা সম্প্রসারণের কাজ চলছিল। এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাপা পড়ে যায় চার শিশু। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা তাদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় বিএসএফ জওয়ান ও চোপড়া থানার পুলিশ।
ঘটনার পর স্থানীয় বাসিন্দার কথায়, 'এলাকার ছেলে তো। আমার হাতে দু'জন ছেলেকে দিল। শ্বাস নিচ্ছিল তখনও। যদি অক্সিজেন থাকত, তাহলে বাঁচানো যেত। আমার যতটুকু মনে হয়। কিন্তু একটু যেতেই শ্বাস বন্ধ হয়ে গেল। জেসিবি আসলে যেকোনও বাচ্চা দেখতে যায়। প্রায় ১৮টি বাচ্চা ছিল।'
আরও পড়ুন: Sheikh Shahjahan: 'রক্ষাকবচ দিলে হাজিরা'! শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ
ঘটনাস্থলে উপস্থিত এক বিএসএফ জওয়ানের কথায়, 'আমরা যখন পৌঁছলাম, তখন জেসিবি লাগানো ছিল। বাচ্চাদের সেখান থেকে উদ্ধার করে বের করি। আমাদের উচ্চপদস্থ আধিকারিকেরা সঙ্গে সঙ্গে তাদের চোপড়া হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এর আগে কী ঘটেছে সেই ব্যাপারে কিছু বলতে পারব না। আমাদের কোনও কাজ হচ্ছিল না।' ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।