North Dinajpur News: এবার গোয়ালপোখরে পুলিশের ওপর হামলা, গুলি করে এক আসামি ছিনতাই
Police Attack: এবার গোয়ালপোখরে পুলিশকে গুলি। ২ আসামিকে জেলে ফেরানোর সময় হামলা। পুলিশের গাড়ি থামতেই এলোপাথাড়ি গুলি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। পুলিশকে গুলি করে এক আসামি ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ২ আসামিকে জেলে ফেরানোর সময় হামলা চালানো হয়। গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে ইসলামপুর হাসপাতালে।
গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী: ফিল্মি কায়দায় পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট। কোর্টে থেকে ফেরার সময় এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবারের ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছে পুলিশের একটি প্রিজন ভ্যান। সূত্রের দাবি, দরজা খুলতেই নেমে আসেন দুই পুলিশ কর্মী ও একজন আসামি। আর তারা নামামাত্রই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই পালিয়ে যায় আসামি। তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা পুলিশকর্মীদের স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বছরের শুরুতে প্রথমে প্রকাশ্যে তাড়া করে গুলি। তার ১২ দিনের মাথায় ইট দিয়ে থেঁতলে খুন। পরপর এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই বড়সড় প্রশ্ন উঠেছিল, আর এবার আক্রান্ত খোদ পুলিশ কর্মী। এদিন গোয়ালপোখরের এক বাসিন্দা বলেন, "২ জন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। ওদের গুলি লেগেছে। ওদের গাড়ি পাঞ্জিপাড়ায় চৌহান সুইটসের সামনে দাঁড়িয়েছিল। আমরা যাচ্ছিলাম, রাস্তার লোকজন আমাদের আটকায়। ২ জন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। একটা পুলিশ অফিসারের গায়ে ২টো লেগেছে। আরেকজনের গায়ে একটা। বাথরুমের নাম করে নেমেছিল। তখন ওদেরকে গুলি করে।
পুলিশ সূত্রে দাবি, কয়েকজন আসামিকে ইসলামপুর মহকুমা আদালত থেকে নিয়ে আসা হচ্ছিল। তখন এই ঘটনা ঘটে। আহতের মধ্য়ে একজন অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর দেবেন বৈশ্য, অপরজন কনস্টেবল নীলকান্ত সরকার। জখম দুই পুলিশ কর্মীকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। পলাতক আসামির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস বলেন,"একটা ঘটনা ঘটেছে। একটা আন্ডার ট্রায়াল আসামি। আমরা বাকি তদন্ত করে দেখছি।''
আরও পড়ুন: Malda TMC Worker Death: মালদায় তৃণমূলকর্মী খুনে গ্রেফতার জাকির ঘনিষ্ঠ হামজা























