(Source: ECI/ABP News/ABP Majha)
North Dinajpur: বাঁধে ফাটল, বর্ষার আগে আশঙ্কায় কাঁটা কুলিকপাড়ের বাসিন্দারা
Uttar Dinajpur News: বর্ষার আগে বাঁধের ফাটল মেরামত না করলে ভাসতে পারে রায়গঞ্জ, এমনই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বর্ষা আসছে। তার আগে বাঁধে বিপদ। উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে কুলিক নদীর (Kulik River) বাঁধে দেখা দিয়েছে ফাটল। কিছু জায়গায় মাটি ধসে গিয়েছে। আসন্ন বর্ষার আগে বাঁধের (Dam) ফাটল মেরামত না করলে ভাসতে পারে রায়গঞ্জ, এমনই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
বর্ষার আগেই বাঁধে এমন সমস্যা হওয়ায় বাড়ছে আতঙ্ক। বাঁধের একাধিক জায়গায় ধরেছে ফাটল। বাঁধের মাটি ধসে বিপদ আরও বেড়েছে। এমনই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক নদীর মাটির বাঁধের।
কবে হয়েছিল বাঁধ:
স্থানীয় সূত্রে খবর, রায়গঞ্জ শহরকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য বাম আমলে তৈরি হয়েছিল ১৭ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ। ২০১৭- সালে বাঁধের কিছু অংশে মেরামতি কাজ চলে। কিন্তু ফের বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, ঘোর বর্ষায় (Rainy Season) কুলিক নদীর জলস্তর বাড়লে বিপদ দেখা দিতে পারে। বাঁধের ফাটল দিয়ে জল ঢুকলে ভাসতে পারে রায়গঞ্জ শহর ও আশপাশের বহু এলাকা।
রায়গঞ্জের বাসিন্দা বাবুল বিশ্বাস বলেন, 'বর্ষা শুরুর আগেই বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। শীঘ্রই বাঁধ মেরামতি না হলে এই বর্ষায় রায়গঞ্জ শহরেও জল ঢুকবে।' স্থানীয় পঞ্চায়েতের তরফে রায়গঞ্জ ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ১৩ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়তের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমল মণ্ডল বলেন, 'বিষয়টি রায়গঞ্জ ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। জেলা সেচ দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।'
প্রশাসনের আশ্বাস:
জেলা সেচ দফতরের আশ্বাস, খুব শীঘ্রই বাঁধের মেরামতির কাজ হব। উত্তর দিনাজপুরের সেচ দফতরের (Irrigation Department) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নীরজ কুমার সিংহ বলেন, 'কুলিক বাঁধের ফাটল ও মাটি ধসে যাওয়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে। খুব শীঘ্রই তা মেরামতি করে করে দেওয়া হবে।'
আরও পড়ুন: সূর্য ডুবলেই সব অন্ধকার, সেতু যেন 'মরণফাঁদ'