Birbhum News: '৯ মাস ধরে বেতন পাননি', প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের
চন্দ্রনাথ সিংহ মৎস্যমন্ত্রী থাকাকালীন তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেন। যদিও একে বিক্ষোভ বলে মানতে নারাজ মন্ত্রী। সমস্যার কথা বলতে এসেছিলেন ওই কর্মীরা। দাবি চন্দ্রনাথ সিংহর।
ভাস্কর মুখোপাধ্যায় ও বিটন টক্রবর্তী, বীরভূম: বেতনের দাবিতে বোলপুরে (Bolpur) প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৯ মাস ধরে তাঁরা বেতন পাননি। বকেয়া বেতনের দাবিতে এদিন সকালে বোলপুরের বিধায়ক ও প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা । চন্দ্রনাথ সিংহ মৎস্যমন্ত্রী থাকাকালীন তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেন। যদিও একে বিক্ষোভ বলে মানতে নারাজ মন্ত্রী। সমস্যার কথা বলতে এসেছিলেন ওই কর্মীরা। দাবি চন্দ্রনাথ সিংহর ।
৯ মাস ধরে বেতন মিলছে না। এই অভিযোগ তুলে, বোলপুরে, প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে হাজির হলেন মৎস্য দফতরের চু্ক্তিভিত্তিক কর্মীদের একাংশ। কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বোলপুরের তৃণমূল বিধায়ক এবং বর্তমান ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।
প্রশ্নের মুখে প্রাক্তন মন্ত্রী: দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে জেলায় জেলায় গ্রামবাসীদের বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। এবার নিজের বাড়িতেই মৎস্য দফতরের কর্মীদের একাংশের প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।
ঠিক কী অভিযোগ: 'কাজ করে যাওয়া সত্ত্বেও ৯ মাস ধরে মিলছে না বেতন!' এমনই অভিযোগ তুলে এবার রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হলেন মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ, বোলপুরের নিচুপট্টিতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে বকেয়া বেতন চেয়ে সরব হলেন মৎস্য দফতরের ঠিকা-কর্মীরা । বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ এখন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী ।
এর আগে দু'দফায় ৭ বছরের বেশি সময় মৎস্য় দফতরের দায়িত্বে ছিলেন তিনি। চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের দাবি, চন্দ্রনাথ সিংহ মৎস্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন প্রকল্পে নিয়োগ করা হয়েছিল তাঁদের। কিন্তু অভিযোগ, কাজ করে যাওয়া সত্ত্বেও বেতন পাচ্ছেন না তাঁরা ।
বাড়ির বাইরে বিক্ষুব্ধদের জমায়েতের সময় ঘরেই ছিলেন মন্ত্রী। কয়েকজনকে ভিতরে ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন মৎস্যমন্ত্রী। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কত দ্রুত বেতন সমস্যা মেটে, সেদিকেই তাকিয়ে মৎস্য দফতরের এই সব চুক্তিভিত্তিক কর্মীরা।
আরও পড়ুন: Presidency University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়