Online Hotel Booking: অনলাইনে হোটেল বুকিংয়ে প্রতারণার ফাঁদ! এক ক্লিকেই সর্বস্বান্ত হতে পারেন আপনিও?
Hotel Booking: হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে রমরমিয়ে চলছে প্রতারণা চক্র। শেষ মুহূর্তে ঝক্কি এড়াতে অনেকেই আগেভাগে বেড়ানোর খুঁটিনাটি প্ল্যান সেরে রাখেন।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘুরতে গিয়ে ঝক্কি এড়াতে অনলাইনে (Online) হোটেল বুকিং (Hotel Booking) সেরে রাখতে চাইছেন কি? সাবধান। সেখানেও রয়েছে প্রতারণার ফাঁদ। ভুয়ো ওয়েবসাইট (False Website) খুলে পর্যটকদের টাকা হাতানোর চক্র খুলে বসেছে প্রতারকরা। সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা (Cyber Experts)।
হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে রমরমিয়ে চলছে প্রতারণা চক্র। শেষ মুহূর্তে ঝক্কি এড়াতে অনেকেই আগেভাগে বেড়ানোর খুঁটিনাটি প্ল্যান সেরে রাখেন। আর এখন অনলাইনেই ট্রেনের টিকিট, হোটেলে ঘর ভাড়া থেকে এমনকী সাইট সিইংয়ের গাড়িও বুক করে রাখা যায়। আর সেখানেই ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা।
পুলিশ সূত্রে খবর, হোটেলের ওয়েবসাইট ক্লোন করে সেখানে বদলে দেওয়া হচ্ছে ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পড়ে টাকা খোয়াতে হচ্ছে পর্যটকদের। গাঁটের কড়ি খরচ করে হোটেল বুকিংয়ের পরও গন্তব্যে গিয়ে শুনতে হচ্ছে তাঁদের নামে কোনও বুকিংই নেই।
আরও পড়ুন, বিজেপি ছেড়ে TMC যোগের আগে দণ্ডি কেটে 'পাপের' প্রায়শ্চিত্ত !
প্রতারণার ফাঁদ এড়াতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক জালিয়াতির জন্য কুখ্যাত জামতাড়া গ্যাং। এই নতুন মোডাসের নেপথ্যেও কি তেমন কোনও চক্র কাজ করছে? খতিয়ে দেখছেন লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা।
ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক মহিলা। বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার প্রতারণা চক্রের মূল পাণ্ডাসহ তিনজন। উদ্ধার ২০০টি কম্পিউটার, ৪০টি মোবাইল ফোন, ডেবিট কার্ড, সহ অসংখ্য নথি। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক জালিয়াতির জন্য কুখ্যাত জামতাড়া গ্যাং। এই নতুন মোডাসের নেপথ্যেও কি তেমন কোনও চক্র কাজ করছে? খতিয়ে দেখছেন লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা।