SSC Protest: 'নিয়োগপত্র পেলেই উঠবে ধর্না,' ধর্মতলায় অব্যাহত এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান
গতকালই SSC’র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: অভিষেকের থেকে চাকরির আশ্বাস পাওয়ার পরও ধর্মতলায় অব্যাহত এসএসসি চাকরি প্রার্থীদের ধর্না। নিয়োগপত্র পেলেই উঠবে ধর্না, জানালেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহর। গতকালই SSC’র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ’র যুক্তি-তক্কো অনুষ্ঠানে চাকরিপ্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন আন্দোলনকারী শহীদুল্লাহ্। তারপরই কুণাল ঘোষের মাধ্যমে, তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক। শুক্রবার আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
৫০২ দিন। দেড় বছরের কাছাকাছি। এতগুলো দিন ধরে, খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহীন এই তরুণ-তরুণীরা। গ্রীষ্মের ঠা ঠা রোদ্দুর হোক, হাড় কাঁপানো শীত, কিংবা এখন বর্ষা। আন্দোলনকারীদের দিন কাটছে এভাবেই। ব্যক্তিগত জীবনে বয়ে গেছে কত ঝড়। কিন্তু, এরা নড়েননি। চাকরি না পাওয়ার যন্ত্রণা, এদের নড়তে দেয়নি। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে, সেই যন্ত্রণা, সেই দুর্দশার কথাই তুলে ধরেন, আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্।
এরপর শুক্রবারই সেই শহীদুল্লাহ্-সহ আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুক্তি-তক্কোর মঞ্চে, শহীদুল্লাহ্’র মুখে চাকরিপ্রার্থীদের দুর্দশার বিবরণ, নাড়িয়ে দিয়েছিল সকলকে।
সেদিন এই অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শহীদুল্লাহ্ অনুষ্ঠানে বক্তব্য রাখার পর, সেখানেই কুণাল তাঁর সঙ্গে কথা বলেন। এরপর বৃহস্পতিবার তাঁর মাধ্যমে, আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়, শুক্রবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করবেন তিনি। সেই মতো, এদিন শহীদুল্লাহ্-সহ আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে নিয়ে, ক্যামাক স্ট্রিটে, অভিষেকের অফিসে নিয়ে যান কুণাল। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন, তখন তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে, অফিসের বাইরে বিক্ষোভ দেখান ২০১৪’র প্রাথমিক টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
SSC কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিল। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে মিছিল শুরু হয়েছে।ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা কংগ্রেস কর্মীদের। অন্য়দিকে SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের।
গতকাল SSC’র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রীও। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার কিংবা তাঁদের আশ্বস্ত করার বিষয়ে অভিষক বন্দ্যোপাধ্যায়ের অধিকার নিয়ে আজ প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।