Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন
Panchayat Poll Violence: যে প্রাণগুলি চলে গেছে তা কোনওভাবেই ফেরত আনা সম্ভব নয়। আদালত অবমাননার রুল জারি করে বা ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ফেরানো সম্ভব নয়।
সৌভিক মজুমদার, কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পাশাপাশি, ভোটে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্য়বহার নিয়েও হলফনামা পেশ করল তারা। সেখানে দাবি করা হয়েছে ভোটের দিন সমস্ত বাহিনীকে বুথে মোতায়েন করা হয়। এদিকে এই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য় করেছেন প্রধান বিচারপতি।
হাইকোর্টের মন্তব্য়: যে প্রাণগুলো চলে গেছে তা কোনওভাবেই ফেরত আনা সম্ভব নয়। আদালত অবমাননার রুল জারি করে বা ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ফেরানো সম্ভব নয়। নির্বাচন সংক্রান্ত আদালত অবমাননার মামলায়, বুধবার এমনই মন্তব্য় করলেন হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। এ দিন, আদালতে, পঞ্চায়েত নির্বাচন (Pamchayat Election) নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।
অবস্থান স্পষ্ট: পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী ব্য়বহার নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা। হলফনামায় বলা হয়েছে, কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেও, ভোটের দিন কমিশন হাতে পেয়েছিল ৬৩৭ কোম্পানি। ১৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘাটতি ছিল। বাহিনী ব্য়বহার নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাও অস্বীকার করেছে রাজ্য় নির্বাচন কমিশন। হলফনামায় কমিশনের দাবি, হাতে পাওয়া সমস্ত কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথে মোতায়েন করা হয়েছিল। এ নিয়ে সবপক্ষকে হলফনামা আদান-প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৭ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নেতৃত্বে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস। এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বোমা উদ্ধার, গুলি, মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। অগাস্টের শেষে কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে। আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যও। ২২ জুলাই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হবে অগাস্টের প্রথম সপ্তাহে। আজ থেকেই জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। প্রথমে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির ভোটার তালিকার কাজ নিয়ে বৈঠক করবেন তিনি।