Panchayat Polls Violence: ভোটে বেলাগাম সন্ত্রাস, এবার আসছে বিজেপির ৫ মহিলা সাংসদ
একদিকে ক্রমাগত সরকার পতনের হুঁশিয়ারি। অন্য়দিকে, ৩৫৫ ধারা নিয়ে অনড় অবস্থান। লোকসভা ভোটের এক বছর আগে থেকেই, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি।
কলকাতা: ভোটে (Panchyat Poll 2023) বেলাগাম সন্ত্রাস, এবার আসছে বিজেপির ৫ মহিলা সাংসদ। বিজেপির মহিলা কর্মীদের উপর অত্যাচারের 'তদন্তে' মহিলা সাংসদরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পরে এবার আসছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে ৫ মহিলা সাংসদ রিপোর্ট দেবেন নাড্ডাকে (J P Nadda)।
এবার আসছেন বিজেপির ৫ মহিলা সাংসদ: একদিকে ক্রমাগত সরকার পতনের হুঁশিয়ারি। অন্য়দিকে, ৩৫৫ ধারা নিয়ে অনড় অবস্থান। লোকসভা ভোটের এক বছর আগে থেকেই, তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। কার্যত সেই কৌশল অব্য়াহত রেখে, ফের বাংলায় অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে বিজেপি। পঞ্চায়েত ভোট-পর্বে, দলীয় কর্মীদের ওপর আক্রমণের খতিয়ান নিতে গত সপ্তাহেই রাজ্য়ে এসেছিল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। এর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার রাজ্যে আসছে বিজেপির মহিলা সাংসদদের দল। ৫ মহিলা সাংসদকে নিয়ে অনুসন্ধানকারী দল গঠন করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এই দলে থাকছেন, বিজেপির রাজ্যসভার ২ সাংসদ সরোজ পাণ্ডে ও কবিতা পাটিদার এবং লোকসভার ৩ সাংসদ রমা দেবী, অপরাজিতা সারেঙ্গি ও সন্ধ্যা রায়।
গত সপ্তাহে রাজ্যে এসে, বাসন্তী থেকে কোচবিহারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেছিল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। বিজেপির একাধিক মহিলা কর্মী এবং মহিলা প্রার্থীর ওপরও আক্রমণের অভিযোগ উঠেছে।এই প্রেক্ষাপটে কুলতলিতে গিয়ে, জেলা পরিষদের পরাজিত বিজেপি প্রার্থী মাধবী মহলদারের সঙ্গে দেখা করেন ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য় রবিশঙ্কর প্রসাদ। বিজেপির মহিলা প্রতিনিধি দলও একাধিক জেলায় পরিদর্শনে যাবে। এরপর, জে পি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট দেবে ৫ সাংসদের টিম।
এদিকে ভোট শেষ হলেও থামছে না সন্ত্রাস। এদিন হাওড়ার পাঁচলায় যান শুভেন্দু অধিকারী। ভোট-সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা। পাঁচলা বিডিও অফিসেও যান তিনি।নঅন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোট-হিংসায় আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি। এনিয়ে কটাক্ষ করছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial