Panchayat Elections 2023 Live Updates: তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
LIVE
![Panchayat Elections 2023 Live Updates: তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম Panchayat Elections 2023 Live Updates: তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/a9a6a259a67aecc5ec29be3ae3a862471687830801574176_original.jpg)
Background
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শোয়ের আগে ফের উত্তপ্ত ডোমকল। সিপিএম (CPIM)-তৃণমূল (TMc) সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ কর্মী, দাবি তৃণমূলের। শাসকেরই দ্বন্দ্ব, দাবি বামেদের।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) বাকি ১২ দিন। এখনও চলছে কেন্দ্র-কমিশন পত্রযুদ্ধ। ৩১৫ কোম্পানি কোথায় ব্যবহার, জানতে চেয়ে চিঠি কেন্দ্রের। বাকি বাহিনী কোথায়, পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
এখনও বাকি কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষায় বাংলা। সবচেয়ে বেশি ২৬ কোম্পানি মুর্শিদাবাদে মোতায়েন করতে চায় কমিশন (State Election Commission)। তালিকায় তারপরেই বাঁকুড়া।
দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। ভেঙে দেব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
ঘোঁট ও ঘোটালা আপনি করেন, মমতাকে পাল্টা অধীর। বিজেপির সঙ্গে কার বোঝাপড়া, মানুষ জানে, মন্তব্য শমীকের। মানুষ পাশে নেই তৃণমূলের, প্রতিক্রিয়া রাহুলের।
কোচবিহারে নিশীথকে আক্রমণ মমতার। সংবিধান বহির্ভূত ভাষা মুখ্যমন্ত্রীর, পাল্টা নিশীথ।
কোচবিহারের সভা থেকে বিএসএফকে (BSF) আক্রমণ মুখ্যমন্ত্রীর। ভিত্তিহীন অভিযোগ, কাউকে ভয় দেখানো হয় না, কড়া বিবৃতি বিএসএফের।
কাউকে চুরি করতে দেব না। পঞ্চায়েতকে এবার আলাদা গুরুত্ব দিচ্ছি, কাউকে দুঃখ দিলে ক্ষমা চাইছি, কোচবিহারে বললেন মমতা। ১০ বছর ধরে চুরি করেছেন, পাল্টা শুভেন্দু।
দলীয় পতাকা লাগিয়ে চোখ হারালেন বিজেপি (BJP) কর্মী। পটাশপুরে রড দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত শাসকদল। অস্বীকার তৃণমূলের।
তৃণমূলে আরও বাড়ল হুমায়ুন-অস্বস্তি। এবার দলীয় নেতৃত্বকেই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।
Katwa News: তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম
কাটোয়ায় তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল প্রার্থীর স্বামীকে। যদিও ধৃত তৃণমূল নেতা দাবি করেছেন, বোমার মশলা নয়, বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাছের খাবার। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Murshidabad News: মুর্শিদাবাদে সিপিএমের মিছিলে হামলা, অভিযুক্ত তৃণমূল
মুর্শিদাবাদে সিপিএমের মিছিলে হামলা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সিপিএমের। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
Central Forces: শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
২২ কোম্পানির পর এবার শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বকেয়া ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও রাজ্য নির্বাচন কমিশনকে কিছু জানায়নি অমিত শাহর মন্ত্রক। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
Cooch Behar News: তুফানগঞ্জে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম প্রার্থীর মাথা
পঞ্চায়েত ভোটের প্রচার পর্বেও সন্ত্রাসের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম প্রার্থীর মাথা। অন্যদিকে, মনোনয়ন তুলে না নেওয়ায়, আদিবাসী মহিলা প্রার্থীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে বীরভূমে! দুটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
Panchayat Live Blog : তৃণমূলের টিকিট না মেলায় বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী প্রধান
তৃণমূলের টিকিট না মেলায় বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী প্রধান। কয়েকমাস আগে দক্ষিণ ২৪ পরগনার নেতড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধানকে সরিয়ে নন্দিতা ঘোষকে প্রধান করে তৃণমূল। সেই তিনিই বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)