College News: ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল মাটিতে! পাঁশকুড়া বনমালী কলেজে AIDSO-TMCP ধুন্ধুমার!
AIDSO ও TMCP-র সদস্যদের মধ্যে হাতাহাতি, এক ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া মাটিতে, বাদ গেল না কিছুই

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পাঁশকুড়া বনমালী কলেজেও ধুন্ধুমার বাধল। AIDSO ও TMCP-র সদস্যদের মধ্যে হাতাহাতি, এক ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া মাটিতে, বাদ গেল না কিছুই। AIDSO-র দাবি, তাদের চারজন আহত হয়েছেন। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে এদিন বনমালী কলেজের গেটের সামনে অবস্থান-বিক্ষোভ করছিল AIDSO. অভিযোগ, তখনই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাম ছাত্র সংগঠনের সদস্যদের ওপর চড়াও হয়।
অন্যদিকে, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে তুলকালাম। সংঘর্ষে জড়ালেন SFI ও TMCP-র সদস্যরা। কলেজের ১ নম্বর গেটে SFI-এর অবস্থান চলাকালীন সেখানে চড়াও হন TMCP-র সদস্যরা। SFI সদস্যদের মারধর করে, টেনে-হিঁচড়ে ক্যাম্পাস থেকে বের করে তাঁরা পুলিশের হাতে তুলে দেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে তাদের অভিযোগ। SFI-এর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা নিয়ে হামলা চালানো হয়। কয়েকজন SFI সদস্য জখম হয়েছেন বলে দাবি।
পাশাপাশি, যাদবপুরকাণ্ডের প্রতিবাদ মেদিনীপুর কলেজ থেকে ৫ কিলোমিটার দূরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা ছড়াল। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে DSO-র কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। টেনে-হিঁচড়ে DSO সদস্যদের তোলা হয় পুলিশ ভ্যানে। DSO-র মহিলা সদস্যাদের চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। মহিলা পুলিশ কোথায়? DSO সদস্যরা এই প্রশ্ন তোলায় প্রিজন ভ্যানের জানলায় চাপড় মারতে দেখা যায় এক পুলিশ কর্মীকে।
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিক শুরুর দিনই বিভ্রাট! শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
আরেকটি, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে তুলকালাম। সংঘর্ষে জড়ালেন SFI ও TMCP-র সদস্যরা। কলেজের ১ নম্বর গেটে SFI-এর অবস্থান চলাকালীন বহিরাগতদের নিয়ে সেখানে চড়াও হন TMCP-র সদস্যরা। পুলিশের সামনেই SFI সদস্যদের মারধর করে, টেনে-হিঁচড়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। কলার চেপে ঘুসি, মহিলা SFI সদস্যাকে মারধর করার পাশাপাশি, ছিঁড়ে দেওয়া হয় SFI-এর পোস্টার। SFI-এর অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়। ২ জন SFI সদস্য জখম হন। TMCP-র একজন জখম হয়েছেন। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















