Sealdah Train Problem: উচ্চ মাধ্যমিক শুরুর দিনই বিভ্রাট! শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত
Sealdah Train News: রেল সূত্র খবর, সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন, উচ্চ মাধ্যমিক শুরুর আগে মাঝেরহাট স্টেশনে সিগন্যাল-বিভ্রাট। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল সূত্র খবর, সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এরপর সকাল ৮টা ৪৮-এ ফের ট্রেন চলাচল শুরু হয়। ব্যস্ত সময়ে একঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি জারি করে জানান হয়, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–লালগোলা, শিয়ালদহ–গেদে, শিয়ালদহ–হাবড়া, শিয়ালদহ–রানাঘাট, নৈহাটি–ব্যান্ডেল–সহ বহু ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছিল।
আরও পড়ুন, ChatGPT-কেও পিছনে ফেলল সদগুরুর মেডিটেশন অ্যাপ! ১৫ ঘণ্টায় ১ মিলিয়ন ডাউনলোড!
কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে, সেই কারণেই ট্রেন বাতিলের কথা জানান হয়। যদিও শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। তবে এদিনে দক্ষিণ শাখায় এই ঘটনা আকস্মিকই ঘটে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















