Partha Chatterjee: অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, ভর্তি করা হল SSKM-এর ICCU-তে
মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।
কলকাতা: টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১টা ৫৫-য় গ্রেফতার। তীব্র টানাপোড়েনে ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হল এসএসকেএমে। যদিও আদালতের নির্দেশে ২ দিনের ইডি হেফাজতে থাকার কথা তবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।
বর্তমান ঠিকানা: SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICCU’র 18 নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
SSKM-এ ভর্তির আবেদন: শুক্রবার টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, এরপর গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শনিবার, ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হোক। এ ব্যাপারে SSKM-এ ভর্তির আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। পাল্টা ED’র পক্ষ থেকে বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) প্রভাবশালী ব্যক্তি। তিনি SSKM’এ থাকলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে। পাল্টা আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তির আবেদন জানায় তাঁরা। শেষমেষ, বিচারক SSKM’এ ভর্তিতেই সায় দেন।
শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোয় পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় SSKM’এ। ৭.৪৫-এ দেখা যায়, একজনের কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নামছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর হুইল চেয়ারে করে, তাঁকে আনা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।
মিনিট দশেকের মধ্যেই সেখান থেকে অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় কার্ডিওলজি বিভাগে। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা।
সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।