Partha Chatterjee: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থই, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই নষ্ট করা হয়েছিল ওএমআর শিট !
Primary Recruitment Scam: বিচারকের সামনে দেওয়া গোপন জবানবন্দিতে এমনই বিস্ফোরক দাবি করেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়।

প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও রুমা পাল, কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই OMR শিটগুলো নষ্ট করা হয়েছিল। আদালতে এমনই চাঞ্চল্য়কর দাবি করল সিবিআই। বিচারকের সামনে দেওয়া গোপন জবানবন্দিতে এমনই বিস্ফোরক দাবি করেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে বিচারভবনের বিশেষ CBI আদালতে এমনই দাবি করলেন CBI-এর আইনজীবী।
পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল। গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই হয়েছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, বিশেষ আদালতে দাবি CBI-এর আইনজীবীর। এ নিয়ে গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়, দাবি CBI সূত্রে। একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন। নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা এখনও বাকি আছে, বিশেষ আদালতে শুনানিতে দাবি CBI-এর, খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছেন, পার্থর জামিনের আবেদনে উল্লেখ তাঁর আইনজীবীর।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, তিনি অসুস্থ, চিকিৎসা চলছে। বহুদিন ধরে জেলে রয়েছেন। জামিনের বিরোধিতা করে CBI-এর আইনজীবী বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের OSD প্রবীর বন্দ্যোপাধ্যায় বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়ে বলেছেন যে, কীভাবে এই দুর্নীতি হয়েছিল। কী কারণে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড। এর পাশাপাশি CBI-এর আইনজীবী আরও দাবি করেন, তাঁরা একটি তালিকা পেয়েছেন, যেখানে একাধিক রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালীদের নাম রয়েছে, যাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিয়োগের সুপারিশ করেছিলেন। তাঁদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। নানা মহলে প্রশ্ন একটাই, শেষ অবধি কি সিবিআই তদন্তে আসল সত্য়িটা উঠে আসবে?
শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে অব্যাহতি, অভিযুক্তের তালিকা থেকে বাদ গেল পার্থর জামাইয়ের নাম
সম্প্রতি দুর্নীতির মামলায় জেলবন্দি শ্বশুর পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। তারপরই ED-র তরফে কলকাতা নগর দায়রা আদালতে তাদের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়, চার্জশিট থেকে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দেওয়া হোক। সূত্রের খবর, সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত। ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। তাঁকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসেবে আদালত তাঁকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না।






















