Partha Chatterjee : ক্রমেই শারীরিক অবস্থার অবনতি পার্থর, ফুলছে পা, এই পদক্ষেপ নিলল প্রেসিডেন্সি জেল
Partha Chatterjee Health : পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, তাঁর পা ফুলেছে এবং পরীক্ষা করে জানানো হোক প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না।
কলকাতা : ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে ( Partha Chatterjee ) গ্রেফতার করেছিল ইডি। এই মামলায় প্রায় ১ বছর ১১ মাস জেল বন্দি তিনি। বারবার তিনি আদালতে গিয়ে অসুস্থতার কথা বলে জামিন প্রার্থনা করেছেন। আর এবার পার্থর শারীরিত অবস্থার অবনতির কথা জানাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
কী হয়েছে পার্থর
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে SSKM হাসপাতালকে চিঠি পাঠাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হোক প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ, তাঁর পা ফুলেছে এবং পরীক্ষা করে জানানো হোক প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কি না। SSKM-কে চিঠিতে নিখেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
নানাররকম শারীরিক জটিলতা
বহুদিন ধরেই জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবারই তিনি আদালতে অসুস্থ বলে জানিয়েছেন। বন্দি থাকাকালীন বেশ কয়েকবারই নানাররকম শারীরিক জটিলতা দেখা দিয়েছে। আইনজীবীর তরফে জামিনের আবেদনও করেছেন তিনি। গত অগাস্টে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলে রীতিমতো অ্য়াসিস্ট্যান্ট চেয়েছিলেন পার্থ। পার্থ আদালতে বলেন, দিনের পর দিন শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, জেলে যদি একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায়'। আদালত জানায় , সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবে।
বারবার জামিনের আর্জি
গত এপ্রিলেও আদালতে জামিনের আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর আইনজীবী সওয়াল করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের দায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি চান। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতায় পাল্টা সওয়াল করে ইডি। শেষ অবধি পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন :
দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে