Partha Chatterjee : পিংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে এবার ইডি-র হানা
ED Raid : ED সূত্রে খবর, অভিযানের জন্য শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ CGO কমপ্লেক্স থেকে বের হন অফিসাররা। সকালে একযোগে ১৩টি ঠিকানায় কড়া নাড়া হয়।
বিশ্বজিৎ দাস, সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, পিংলা (পশ্চিম মেদিনীপুর) : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে হানা দিয়েছে ইডি (ED)। অন্যদিকে পিংলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়ের বাড়িতেও ইডির হানা।
পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামারবাড়িতে হানা দিয়েছেন ইডি-র ৫ জনের প্রতিনিধি দল। ঠিক কী কারণে তাঁদের এই হানা তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে গোটা বাড়ি ঘিরে রেখে টহল চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে ভিতরে হাজির ইডির আধিকারিকরা।
প্রসঙ্গত, তৃণমূলের ২১’শে জুলাইয়ের মেগা সমাবেশের পরের দিনই একযোগে কলকাতা থেকে জেলার ১৩ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। উদ্দেশ্যে একই, স্কুলে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনোর পাশাপাশি টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া।
ED সূত্রে খবর, অভিযানের জন্য শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ CGO কমপ্লেক্স থেকে বের হন অফিসাররা। সকালে একযোগে ১৩টি ঠিকানায় কড়া নাড়া হয়। ED’র ১০ থেকে ১২ জনের একটি দল পৌঁছয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। সঙ্গে ছিল CRPF। ED’র তল্লাশি চলার মধ্যেই, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, এদিন ED’র আধিকারিকরা মন্ত্রীর বয়ান রেকর্ড করার পাশাপাশি, বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যে টাকা লেনদেনের অভিযোগ উঠে আসছে, সেই বিষয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী কিছু জানতেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন জিজ্ঞাসাবাদ করছেন ED’র অফিসাররা, তখনই পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়িতে তল্লাশি চালালো ইডি। পরে ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতেও হানা দেন ইডি-র আধিকারিকরা।
এদিকে, শুক্রবার, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে তল্লাশি চালালেন ED’র আধিকারিকরা। প্রসঙ্গত, CBI জিজ্ঞাসাবাদ করেছিল আগেই।
আরও পড়ুন- 'সব অভিযুক্তের বাড়িতে অভিযান হোক', ইডি হানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের