Durga Puja 2023: পার্থ 'অতীত', নাকতলা উদয়নে 'উদয়' অরূপের
Naktala Udayan Sangha: প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হল।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: একসময়ে পুজোর শুরু থেকে শেষ- গোটা বিষয়টিই জুড়ে ছিলেন তিনি। কিন্তু সময় বদলেছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হয়ে এখন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলা উদয়ন সঙ্ঘের ব্য়ানার থেকে আগেই মুছে গিয়েছে তাঁর নাম। এবার টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসকে ক্লাবের চিফ অ্য়াডভাইসার করলেন নাকতলা উদয়ন সঙ্ঘের কর্মকর্তারা। তাঁর বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গে তিনি রয়েছেন, এবিপি আনন্দকে জানালেন টালিগঞ্জের বিধায়ক।
নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর, তৃণমূল তাঁকে সাসপেন্ড করেছে। মন্ত্রিসভা থেকেও বাদ পড়েছেন। হাতে থাকা দফতরের দায়িত্ব গেছে অন্য়দের হাতে। এবার পাড়ার পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ থেকেও, কার্যত পাকাপাকিভাবে বাদ পড়লেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির এক বছরের মাথায়, টালিগঞ্জের বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ক্লাবের চিফ অ্য়াডভাইসার করা হল।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্য়স্ততার কারণে, সোমবার খুঁটি পুজোয় ছিলেন না অরূপ বিশ্বাস। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পোর্টফোলিও নেই তাঁর। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন।
পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ার পুজো বলেই পরিচিত নাকতলা উদয়ন ক্লাবের পুজো। গোড়া থেকে এই ক্লাবের পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত থেকেছেন তিনি। দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক হলেও এই পুজোর সঙ্গে তেমন ভাবে জড়িত ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু এখন ছবিটা অন্যরকম। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্লাবের। এবার পুজো থেকে পাকাপাকি ভাবেই বাদ তিনি।
নাকতলা উদয়ন সঙ্ঘের যুগ্ম সম্পাদক সন্দীপ দাশগুপ্ত জানান, মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিফ অ্য়াডভাইসার করা হয়েছে। গ্রেফতারির আগে অবধি নাকতলা উদয়ন সঙ্ঘের চেয়ারম্য়ান ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো পরিচিত ছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের পুজো বলেই। তারপরে সামনে আসে শিক্ষা-নিয়োগ দুর্নীতির ছবি। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, গয়নার পাহাড়। শিক্ষা দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপরে অর্পিতা এবং পার্থ দুজনেই গ্রেফতার হন।
তারপরেই পার্থর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ক্লাব-কর্তারা। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ব্য়ানার থেকে সরিয়ে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার পার্থ চট্টোপাধ্য়ায়ের পাড়ার ক্লাবে প্রধান পরামর্শদাতা অরূপ বিশ্বাস।
সোমবার খুঁটি পুজোর মাধ্য়মে শুরু হল ক্লাবের এই বছরের পুজোর প্রস্তুতি। সেদিনই এই ঘোষণা করা হল। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্য়স্ততার কারণে, সোমবার খুঁটি পুজোয় ছিলেন না অরূপ বিশ্বাস। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, সুরুচি সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকলেও, ক্লাবে কোনও পোর্টফোলিও নেই তাঁর। নিজের বিধানসভা এলাকার সব পুজোর সঙ্গেই তিনি রয়েছেন। সোমবার নাকতলা উদয়ন সঙ্ঘে যখন খুঁটিপুজো হচ্ছে তখন অদূরে খাঁ খাঁ করছে পার্থ চট্টোপাধ্য়ায়ের দোতলা বাড়িটা।
গতবছর ২৩ জুলাই এই বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে নিয়ে যায় ইডি। গতবারের পুজোটা কেটেছে জেলেই। এবার পুজোর আগেই তিনি বাদ পড়লেন পাড়ার পুজো থেকে।
আরও পড়ুন: 'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ', অনুব্রত-গড়ে ভোট-আশ্বাস মমতার