(Source: ECI/ABP News/ABP Majha)
Partha Chatterjee Summoned: 'কান টেনে মাথা ধরার দরকার ছিল', পার্থর হাজিরার নির্দেশে প্রতিক্রিয়া দিলীপের
Partha Chatterjee in SSC Scam: আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, আজকের মতো পার্থকে হাজিরা দিতে হবে না।
কলকাতা: লাগাতার দলের অন্দর থেকেই উঠে আসছিল বিরুদ্ধস্বর। তার মধ্যেই অস্বস্তি বাড়িয়ে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, সিবিআই (CBI) এবং আদালত আগে থেকে সাবধানতা নিয়েছেন। কান টানার দরকার ছিল। দরকার ছিল মাথা ধরার।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থকে সিবিআই হাজিরার নির্দেশ
এসএসসি গ্রুপ ডি-র নবম এবং দশম নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় মঙ্গলবার পার্থকে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের নিরিখে খানিকটা কটাক্ষের সুরেই আদালত জানিয়ে দেয় যে, সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া থেকে বাঁচতে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ। ডিভিশন বেঞ্চ যদিও আজকের মতো পার্থকে স্বস্তি দিয়েছেন। কিন্তু আদালতের রায় নিয়ে কটাক্ষের বন্যা শুরু হয়েছে।
সেই তালিকায় নয়া সংযোজন দিলীপ। তাঁর কথায়, "এই দুর্দিন দেখার জন্যই কি বেঁচেছিলাম, যে বাংলার মুখ্যমন্ত্রীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে! আমার তো মনে হয়, বুক চিতিয়ে সোজাসুজি সিবিআই-এর সম্মুখীন হওয়া উচিত ওঁর। এই দুর্নীতির সঙ্গে যদি যুক্ত না থাকেন, সে কথা বলা উচিত। আগামী দিনে বাঙালির ভবিষ্যতের দিকে তাকিয়েই সত্য ঘটনা তুলে ধরা উচিত ওঁর। বাংলার মানুষও তা-ই চাইছেন।"
অনুব্রতকে তীব্রপ কটাক্ষ দিলীপের
আদালতে উডবার্ন ওয়ার্ডের প্রসঙ্গ উঠে আসায়, তৃণমূলের অপর নেতা অনুব্রত মণ্ডলের কথাও উঠে আসে দিলীপের মুখে। বলেন, "দোর্দণ্ডপ্রতাপ এক নেতাকে দেখছি। সরকারি পদে নেই, অথচ লালবাতির গাড়িতে ঘুরে বেড়ান। তাঁর কথায় পার্টি অফিসে হাতজোড় করে বসে থাকেন এসপি, ডিএম। উনি পুলিশকে বোমা মারতে বলেন। চার বার চিঠি পেয়ে হবাসপাতালে চলে গেলেন।"
বাংলায় এই দুর্নীতির রাজনীতি আর চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, "একজন দুষ্কর্মকারী সমাজকে লুঠ করে, টাকা দিয়ে সব জায়গায় সেটিং করে রাখবেন, আর আমরা ন্যায় বিচারের জন্য দিনের পর দিন ধর্না দেব, কোর্টে যাব, এটা কহাঁতক চলতে পারে! সিবিআই এবং কোর্ট আগে থেকে সাবধানতা নিয়েছে, যাতে চিঠি পেয়ে হাসপাতালে ভর্তি হয়ে না যান। কান টানার দরকার ছিল, দরকার ছিল মাথা ধরারও।"
আরও পড়ুন: SSC Case Update: এসএসসি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এ দিন পার্থকে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরার নির্দেশ দেয় আদালত। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে পরে জানিয়ে দেয় যে, আজকের মতো তাঁকে হাজিরা দিতে হবে না। বুধবার সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি।