Partha Chatterjee: 'কিছু কথা বলতে চাই, পাঁচ মিনিট সময় দিন', আদালতে আর্জি পার্থর
SSC Case: 'বোর্ড চলে নিজস্ব বিধি ও আইন দ্বারা', পরিচিত মহলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলা বিগত কয়েক মাস ধরেই জেলে তিনি। দফায় দফায় শুনানি হলেও, আজও জামিন পাননি। ভার্চুয়াল শুনানিতে সম্প্রতি অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)সঙ্গে ইশারায় কথা বলেন বলেও জানা গিয়েছে (SSC Case)। তবে এ বার আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
পার্থর জামিনের মামলার শুনানি রয়েছে আগামী ২৩ মার্চ
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের মামলার শুনানি রয়েছে আগামী ২৩ মার্চ। সেই উপলক্ষ্যে আদালতে পেশ করা হবে পার্থকে। আর সেই দিনই আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। যেদিন আদালতে জামিনের মামলার শুনানি হবে, সে দিন আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য যেন পাঁচ মিনিটের জন্য তাঁকে কথা বলতে দেওয়া হয়, আর্জি জানিয়েছেন পার্থ।
আদালত সূত্রে খবর, এ দিন বিচারকের সামনে কার্যত হাতজোড় করে ফেলেন পার্থ। জানান, আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য় পাঁচ মিনিট সময় দেওয়া হয় যেন তাঁকে। আগামী ২৩ মার্চ পার্থর জামিনের শুনানি রয়েছে। সেখানেই তিনি কথা বলতে পারেন। এই মুহূর্তে আলিপুর কোর্টের লকআপেই রয়েছেন পার্থ। সেখান থেকই আদালতে পেশ করা হবে। পার্থর আবেদনে যদি সাড়া দিয়েছেন বিচারক। পার্থকে কথা বলতে দেওয়া হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন: SSC Case: তদন্ত করতে জানেন না! নিয়োগ দুর্নীতিতে আদালতে তিরস্কৃত সিবিআই
বেআইনি নিয়োগে তাঁর কোনও ভূমিকা ছিল না, উপদেষ্টা কমিটি যেখানে সই করতে বলে, তিনি সই করে দেন বলে এর আগে একাধিক বার জানিয়েছেন পার্থ। এদিনও আদালত কক্ষে, ঘনিষ্ঠ মহলে তিনি একই কথা বলেছেন বলে জানা গিয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পরিচিতদের পার্থ বলেন, "আমি নিয়োগকর্তা নই, মন্ত্রী। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি, করবও না। বোর্ড চলে নিজস্ব বিধি এবং আইন দ্বারা।"
তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠী বিচারকের কাছে তিরস্কৃত হন
এ দিন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ১৩ জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তকারী অফিসার প্রদীপ ত্রিপাঠী বিচারকের কাছে তিরস্কৃত হন। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, "আপনারা কি তদন্ত করতে জানেন না? যে আবেদন করেছেন, তা পুরোপুরি বেআইনি। আপনারা যা করছেন, তা উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। না জানালে আমি বিপদে পড়ব।" "বিচারপ্রক্রিয়া শুরু হলে, আপনাদের নথি টিকবে তো", এই প্রশ্নও ছুড়ে দেন বিচারক।