Partha Chatterjee: উপদেষ্টা কমিটি কেন গঠন করা হয়েছিল? দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে পার্থকে প্রশ্ন সিবিআইয়ের
SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, দু’দফা পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। সূত্রের খবর, SSC’র উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা।
প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি’র (SSC) নিয়োগ দুর্নীতির অভিযোগে বুধবার দ্বিতীয় দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, SSC’র উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা। ফের তাঁকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর।
SSC’র উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রশ্ন: SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, দু’দফা পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। সূত্রের খবর, SSC’র উপদেষ্টা কমিটি গঠন নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেন গোয়েন্দারা। CBI’র আধিকারিকরা জানতে চান, উপদেষ্টা কমিটি কেন গঠন করা হয়েছিল? কমিটির কাজ কী ছিল? কমিটি কি শুধু নিয়োগ করত না অন্য কাজও করত? কমিটি কি গ্রিভান্স সেল হিসেবে কাজ করত? সূত্রের খবর, উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি কমিটির ব্যাপারে কিছু জানেন না। কমিটিতে গ্রিভান্স সেল ছিল কি না, তাও জানেন না।
পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ: এরপর CBI’র গোয়েন্দারা জানতে চান, চাকরি প্রার্থীরা কি সেখানে (গ্রিভান্স সেল) অভিযোগ জানাতে পারতেন? আলাদা করে কি SSC’তে কোনও গ্রিভান্স সেল খোলা হয়েছিল? উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, আলাদা করে চাকরি প্রার্থীদের জন্য কোনও গ্রিভান্স সেল ছিল কি না জানেন না। সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান শোনার পর, CBI মনে করছে, তৎকালীন শিক্ষামন্ত্রীর অনুমোদনে একটি কমিটি তৈরি হল। কিন্তু, সেই কমিটি কী কাজ করছে? তাদের কর্মপদ্ধতি কী ছিল? সে বিষয়ে কিছুই কি করে জানেন না তৎকালীন শিক্ষামন্ত্রী? এমনটা কী আদৌ হতে পারে? বাগ কমিটির রিপোর্ট হাতে পেয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তা খতিয়ে দেখার পর, সেই তথ্যকে সামনে রেখে আগামীদিনে ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী বা বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে ডাকা হতে পারে। সব মিলিয়ে SSC-নিয়োগ বিতর্ক অব্যাহত।