Kulti : কুলটিতে বাঁশের ভারা বেয়ে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, পালানোর সময় ছেলেকে গুলি
Paschim Bardhaman News : লুঠপাট করে নিচের তলায় আসার সময় ব্যবসায়ীর ছেলে চিৎকার করে ওঠেন। তখনই ব্যবসায়ী-পুত্র সৌভিক আগরওয়ালকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে তাঁর।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটিতে কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি (Dacoity)। পুলিশ (Police) সূত্রে খবর, ব্যবসায়ীর ছেলেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজের (CCTV Camera Footage) সূত্রে ৩ দুষ্কৃতীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাঁশের ভারা বেয়ে ডাকাতি
রং করার জন্য বাঁশের ভারা লাগানো হয়েছিল বাড়ির বাইরে। কিন্তু, সেটাই কাল হল! সেই বাঁশের ভারা বেয়েই পশ্চিম বর্ধমানের কুলটির সাঁকতোড়িয়ায় কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ছেলেকে গুলি পালাল দুষ্কৃতীরা। রবিবার ঘড়ির কাঁটায় তখন রাত ১টা।
পুলিশ সূত্রে খবর
তিনতলার ঘরে ঘুমোচ্ছিলেন কয়লা ব্যবসায়ী সুরেশ আগরওয়াল। অভিযোগ, রং করার জন্য বাড়ির বাইরে লাগানো বাঁশের ভারা বেয়ে তিনতলায় উঠে যায় ৩ জন দুষ্কৃতী। নগদ টাকা, সোনার গয়না লুঠপাট করে নিচের তলায় আসার সময় ব্যবসায়ীর ছেলে চিৎকার করে ওঠেন। তখনই ব্যবসায়ী-পুত্র সৌভিক আগরওয়ালকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে তাঁর। এরপরই চম্পট দেয় দুষ্কৃতী দল।
এলাকায় আতঙ্ক
খবর পেয়ে সোমবার সকালে ব্যবসায়ীর বাড়িতে আসেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ব্যবসায়ী পুত্র।
হাসপাতাল সূত্রে খবর, তিনি স্থিতিশীল রয়েছেন। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ডাকাতির (dacoity) বড়সড় ছক (conspiracy) বানচাল (foil) করে মানিকচক থানার (manikchowk police) পুলিশ। তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার (arrest) হয় দুজন। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার রামু টোলা এলাকায় অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেই আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। গ্রেফতার করা হয় ফিটু শেখ এবং রোহন শেখ নামে দুই সন্দেহভাজন দুষ্কৃতীকে। তদন্তকারীদের ধারণা, মানিকচক এলাকায় ডাকাতির বড়সড় উদ্দেশ্য ছিল এই দুই দুষ্কৃতীদের। সেই জন্যই জড়ো হয়েছিল তারা, খবর পুলিশ সূত্রে। উল্লেখ্য পুজোর আগে খাস কলকাতার বুকে কার্যত একই ধরনের একটি ঘটনা ঘটেছিল।
পুজোর আগে বরাহনগর সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক কষেছিল বরাহনগর এ কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুস্কৃতি শুভম ভট্টাচার্য ওরফে কদম ও তাঁর চার সহযোগী। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে, ভোর রাতে ওই দুষ্কৃতি দল যখন বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল। সেখান থেকেই তাদের আটক করে পুলিশ।
আরও পড়ুন- ফের রক্তাক্ত বীরভূম, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, উড়ল হাত-পা