Budbud News: অযোধ্যা পাহাড়ের টানে বেরিয়েছিলেন, জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দুই বন্ধুর
Paschim Bardhaman News: পরিবার সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে চেপে ভ্রমণে বেরনো নেশা ছিল দুই বন্ধুর। সেই মতো এ দিন ভোরে বাড়ি থেকে বেরোন তাঁরা।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভ্রমণপিপাসু মন নিয়ে বেরিয়ে পড়েছিলেন অযোধ্যা পাহাড়ের উদ্দেশে। কিন্তু যাত্রা অসম্পূর্ণ রয়ে গেল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁদের মোটর সাইকেলটি (Road Accident)। তাতেই বেঘোরে মৃত্যু হল দুই যুবকের।
অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর
শনিবার সকালে দুর্গাপুরের (Durgapur) বুদবুদের (Budbud) কাছে জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবকের বছর তিরিশের আনারুল এবং বছর কুড়ির ইন্দ্রজিৎ বলে শনাক্ত করা গিয়েছে। ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বড়িয়া এলাকার বাসিন্দা তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে চেপে ভ্রমণে বেরনো নেশা ছিল দুই বন্ধুর। সেই মতো এ দিন ভোরে বাড়ি থেকে বেরোন তাঁরা। রওনা দেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশে। সেই সময়ই পথে দুর্ঘটনায় প্রাণ হারান দু’জনে।
আনারুল এবং ইন্দ্রজিৎ-সহ মোট ছ’জন রওনা দিয়েছিলেন। ইন্দ্রজিৎ স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। আনারুেলর সঙ্গে মোটর সাইকেলে ছিলেন তিনি। বাকি দুই মোটর সাইকেলে ছিলেন আরও চার জন। দ্রুত গতিতে ছুটছিল মোটর সাইকেলটি। সেই সময় বুদবুদের কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটর সাইকেলটি। ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। তাতে দু’জনেই ছিটকে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা মিলে দু’জনকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালের তরফে তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও মোটর সাইকেলে চেপে বেড়াতে গিয়েছেন ওই দুই বন্ধু। এ দিনও সেই মতোই বেরিয়েছিলেন। পথে এ দিন কিছুটা পিছিয়ে পড়েন তাঁরা। তাতে বাকিরা এগিয়ে গিয়েও পিছিয়ে আসেন কিছুটা। তখনই দুর্ঘটনার কথা জানতে পারেন।
আগেও একসঙ্গে বেড়াতে গিয়েছেন দুই বন্ধু
দুর্ঘটনার খবর পেয়ে এ দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। কান্নায় ভেঙে পড়েন একই সঙ্গে রওনা দেওয়া তাঁদের বন্ধুরাও। আগেও দুই বন্ধু বেড়াতে গিয়েছেন। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করতে পারেননি।