Paschim Bardhaman: পুজোর আবহে দোকানের ছাদ ভেঙে চুরি! লোপাট কয়েক হাজার টাকা
Andal Theft: ভাসানে বাসিন্দাদের ব্যস্ত থাকার সুযোগ নিয়েই দোকানে লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুজোর আবহেই চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত বহুলা মতি বাজার এলাকায়। রানিগঞ্জের বাসিন্দা প্রদীপ বার্নওয়াল পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই মতিবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান রয়েছে তাঁর। প্রতিদিনই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবারও রাতেই একই রুটিন ছিল তাঁর। কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন তিনি। মঙ্গলবার ওই এলাকায় বেশ কিছু পুজোর ভাসান হয়েছে। তাতেই ব্যস্ত ছিলেন গোটা এলাকার মানুষ। ঠিক এই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। ভাসানের ব্যস্ততার এই সুযোগকে কাজে লাগিয়েই কংক্রিটের ছাদ ফুটো করে দোকানে ঢোকে চোর বা চোরের দল। দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকার নগদ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল, অভিযোগ প্রদীপবাবুর। এর আগে খনি অঞ্চলে বহু চুরির ঘটনা ঘটেছে। কোথাও তালা বন্ধ ঘরে চুরি,আবার কোথাও দেওয়াল কেটে চুরির ঘটনা এর আগে ঘটেছে। তবে এভাবে কংক্রিটের ছাদ ফুটো করে দোকানে ঢুকে চুরির ঘটনা এর আগে ঘটেনি বলে অভিযোগ। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ।
ঘটনা প্রসঙ্গে দোকান মালিক প্রদীপ বার্নওয়াল জানান, প্রত্যেক দিনের মতোই বুধবার সকালে তিনি দোকানে আসেন। নিয়মমতো দোকান খুলেছিলেন। তারপরেই দেখেন দোকানের কংক্রিটের ছাদ ফুটো। সঙ্গে সঙ্গে দোকানের ক্যাশ বাক্স খোঁজেন তিনি। প্রদীপের অভিযোগ, ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা গায়েব। তবে দোকানের অন্যান্য সামগ্রী চুরি সেভাবে হয়নি বলে জানিয়েছেন তিনি। পুজোর আবহে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল। এর আগে খনি অঞ্চলের মানুষ কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা দেখেনি। যেভাবে কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা ঘটেছে তাতে দোকান বন্ধ করে বাড়িতে থাকা কতটা নিরাপদ সেটাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করছে বনবহাল ফাঁড়ির পুলিশ।
এর আগে পুজোর মুখে কোচবিহারে চুরি হয়েছিল। সোনার দোকানে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতী দল। নগদ ৫০ হাজার টাকা-সহ লক্ষাধিক টাকার সোনা-রূপা নিয়ে পালিয়েছিল চোরের দল।
আরও পড়ুন: 'বিরোধীদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি' ৩ নতুন বিলের বিরোধিতায় সরব তৃণমূল-সহ ইন্ডিয়া জোট