CID : অন্ডালে অবৈধ কয়লাখনিতে ড্রোন উড়িয়ে নজরদারি সিআইডি-র
Paschim Burdwan : অন্ডাল থানা থেকে কয়েক কিলোমিটার দূরে সুবিশাল খাদান। বেআইনি খাদানের অংশ মাপজোক করা হয়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, (অন্ডাল) পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Burdwan) অন্ডালে অবৈধ কয়লাখনিতে ড্রোন (Drone) উড়িয়ে নজরদারি সিআইডি-র (CID)। সঙ্গে ছিল অন্ডাল থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরা। মাপজোক করা হয় বেআইনি খাদানের অংশ।
ড্রোন উড়িয়ে চলছে নজরদারি (Drone Survilence)। বেআইনি খাদান এলাকায় পায়ে হেঁটে অভিযান। বৃহস্পতিবার, পশ্চিম বর্ধমানের অন্ডালে অবৈধ কয়লাখনিতে এভাবেই নজরদারি চালায় CID। সঙ্গে ছিল অন্ডাল থানার পুলিশ ও ECL’এর আধিকারিকরা।
কয়লা পাচার কাণ্ডে, CBI’এর পাশাপাশি, তদন্ত করছে, CID’ও। এর আগে কয়লা পাচারের অভিযোগে আসানসোল, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর থেকে দফায় দফায় ৪জনকে গ্রেফতার করে CID। বর্তমানে, ৪ জনই রয়েছেন CID হেফাজতে।
এদিন, সকালে, বেআইনি কয়লা পাচার রুখতে, অন্ডালের হরিশপুরে অভিযান চালান CID’র একটি বিশেষ টিম। অন্ডাল থানা থেকে কয়েক কিলোমিটার দূরে সুবিশাল খাদান। বেআইনি খাদানের অংশ মাপজোক করা হয়। পাশাপাশি, ড্রোন উড়িয়ে চলে নজরদারি।
আরও পড়ুন- জমি দিয়ে মিলল ৩০০ জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগ পত্র !
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই আরও একধাপ এগোয় কয়লা শিল্প (Coal Project)। দেউচা পাচামিতে (Deucha Pachami Coal Project) শুরু হল কয়লার বোরিং। হরিণশিঙা দেওয়ানগঞ্জ প্রথম প্রজেক্ট এলাকার কেন্দ্রগড়িয়া গ্রামে কতফুট নিচে কোথায় কয়লা রয়েছে তা দেখার জন্য বোরিং করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, তাঁরা শিল্পের পক্ষে রয়েছেন। তবে তাঁদের জন্য সরকারও যেন ভাবেন। আজ দেউচা পাচামিতে পুলিশের ঘেরাটোপে বোরিং শুরু হয়। ছিলেন বিডিও, বিএলআরও। পিডিসিএলের আধিকারিকরাও ছিলেন।
বৃহস্পতিবার দেউচা পাচামিতে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে শুরু হল কয়লার বোরিংয়ের কাজ। হরিণশিঙা দেওয়ানগঞ্জ প্রথম প্রজেক্ট এলাকার কেন্দ্রগড়িয়া গ্রামে কতফুট নিচে কোথায় কয়লা রয়েছে তা দেখার জন্য বোরিং করা হচ্ছে।মোট ১৪ টি জায়গায় বোরিং করা হবে। গ্রামবাসীদের দাবি, তাঁরা শিল্পের পক্ষে রয়েছেন। তবে তাঁদের জন্য সরকারও যেন ভাবেন। কারণ তাদের অনেকেরই জমি নেই, কোনও রকমে পাথর কলে কেউ বা আবার পাথর ভেঙে দিন গুজরান করেন। আজ পুলিশের ঘেরাটোপে বোরিং শুরু হয়। ছিলেন বিডিও, বিএলআরও এবং পিডিসিএলের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।