Kharagpur : কাউন্সিলরদের নামে ভুয়ো লেটার প্যাড ছাপিয়ে টাকা আদায়ের অভিযোগ খড়গপুরে
Fake Letter Pad : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার আইমা এলাকার ঘটনা।
বিশ্বজিৎ দাস, খড়গপুর : কাউন্সিলরদের নামে ভুয়ো লেটার প্যাড (Fake Letter Pad) ছাপিয়ে টাকা আদায়ের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর পৌরসভার আইমা এলাকার ঘটনা।
ঘটনাটা কী ?
গতকাল আইমা এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাস ও ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুকেশ হুমনে জানতে পারেন, তাঁদের নামে ভুয়ো লেটার প্যাড ছাপিয়ে টাকার বিনিময়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এলাকার মানুষকে দেওয়া হচ্ছে। এলাকার ওই ব্যক্তি বিনোদ যাদবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে কাউন্সিলরদের জানান, তাঁদের পরবর্তীকালে লেটার প্যাড গিফট দেবেন বলে ঠিক করেছিলেন। এনিয়ে এলাকায় শোরগোল পড়ে যাওয়ায় পুলিশের হাতে বিনোদ যাদবকে তুলে দেন কাউন্সিলাররা। তাঁর বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই ব্যাপারে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের স্বামী অশোক দাস বলেন, বিনোদ যাদব দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। আমরা জানতে পারি, এই ব্যক্তি ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের লেটার প্যাড ও স্টাম্প বাইরে বানিয়ে নিয়ে এসে টাকার বিনিময়ে এলাকার লোকেদের দিচ্ছেন। এরপর একজনকে দিয়ে সেই লেটার প্যাড নেওয়া করাই। তারপরে ওই ব্যক্তিকে ডাকি। জিজ্ঞাসা করলে বলেন, আপনাকে গিফট দেওয়ার জন্য এই লেটার প্যাড ছাপিয়েছিলাম। তারপর বিনোদ যাদব নামে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানালাম টাউন থানায়।
৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মুকেশ হুমনে বলেন, এই ব্যক্তি যে কোনও মানুষের সই জাল করতে পারেন। আমাদের সই ডুপ্লিকেট করে এসব কাজ করতেন। আমি শুনেছি, ওঁর দাদা সনাতন যাদবের সই বহুবার ডুপ্লিকেট করেছেন। আমার নামের স্ট্যাম্প ওঁর পকেট থেকে পাওয়া গেছে। এখন আমাদের সাবধান হয়ে থাকতে হবে। এলাকায় ভালভাবে কাজ করছি বলে আমাদের পেছনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই কারণেই এই লেটার প্যাড ছাপিয়ে নিয়ে এসেছিল আমাদের ফাঁসানোর জন্য।
প্রসঙ্গত, পৌর প্রধানের উপর ক্ষুব্ধ খড়গপুর পৌরসভার একুশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। খড়গপুর পৌরসভায় (Kharagpur Municipality) ২৫ জন তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) মধ্যে ২১ জন কাউন্সিলর পৌর প্রধান প্রদীপ সরকারের (Pradip Sarkar) উপর ক্ষুব্ধ। তারা পৌর প্রধানকে সরানোর আর্জি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে চিঠি পাঠিয়েছেন। এমনই জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ট্রেড লাইসেন্সের সিআইসি সি.এইচ বিষ্ণু প্রসাদ।
আরও পড়ুন ; চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেককে চিঠি, ক্ষুব্ধ তৃণমূলের ২১ কাউন্সিলর