Paschim Medinipur: কাটমানি অভিযোগে ঘাটালে বিজেপির নিশানায় তৃণমূল, এবার দেওয়াল লিখন খোদ বিজেপি বিধায়কের
Ghatal News: খোদ তৃণমূল সাংসদের পরিবারের সদস্যের তরফেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েতের ভোটের আগে তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: আবার উঠে এলে কাটমানি প্রসঙ্গ। ফের নিশানায় শাসক দল। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে উঠল এমন অভিযোগ। সেই অভিযোগও তুলেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবের ভাই। ওই ঘটনায় শাসক দল তৃণমূলকেই নিশানা করছে বিজেপি। পোস্টার-প্ল্যাকার্ডে নিশানা দেবকেও।
খোদ তৃণমূল সাংসদের পরিবারের সদস্যের তরফেই উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। পঞ্চায়েতের ভোটের আগে তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
তৃণমূল (TMC) সাংসদ দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী বলছেন, '৭৫ হাজার টাকা তুলে আমাকে পার্টিকে দিতে হয়েছে...ঘর তো করতে পারলাম না।' সরকারি প্রকল্পে ঘর পেতে তৃণমূল নেতাদের হাজার হাজার টাকা কাটমানি দিতে হয়েছে। এমন অভিযোগ এর আগেও বহুবার উঠেছে। এবার একই অভিযোগ করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবের জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী। বিস্ফোরক এই অভিযোগ তোলার পরে হইচই পড়েছে জেলাজুড়ে। এই অভিযোগকেই অস্ত্র করে ময়দানে নেমেছে বিজেপি। পোস্টারে পোস্টারে ছয়লাপ এলাকা।
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) বিভিন্ন জায়গায় তৃণমূল সাংসদ দেব (Dev) ও কেশপুরের বিধায়ক-মন্ত্রী শিউলি সাহার পদত্যাগ দাবি করে পোস্টার লাগিয়েছে বিজেপি। দেওয়াল লিখতে দেখা গেছে ঘাটালের বিজেপি বিধায়ককে। ঘাটালে বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ মাইতি বলেন, 'তৃণমূল দলটারই কালচার হচ্ছে, তুমি খাও, আমাকে দাও। সেই নীতি ধরেই, ঘরের ছেলে, যে নিজের ভাই, বিক্রম অধিকারী, সেও কিন্তু বাদ যায়নি। শিউলি সাহাকে বলা সত্বেও, তার প্রতিকার হয়নি।'
মন্ত্রীর দাবি:
কেশপুরের (Keshpur) তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী শিউলি সাহা বলেন, 'দেবের ভাই সাংসদের নামে আগেও উল্টোপাল্টা কথা বলেছেন। ওঁর চিকিৎসার প্রয়োজন। একইসঙ্গে পোস্টার-বিতর্কে বিজেপির (BJP) বিরুদ্ধে আইনি পদক্ষেপ।' সামনে পঞ্চায়েত ভোট, তার আগে বিক্রম অধিকারীর অভিযোগকে সামনে রেখে বিজেপি সরাসরি নিশানা করছে তৃণমূল সাংসদ দেবকে।
বিজেপির তোপ:
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, 'দেবের ভাই বলে দিয়েছে সত্যি কথাটা, যারা ঘাটাল লোকসভার বড় বড় নেতা, তাঁরাই বলছেন যে আমাদের সাংসদ দীপক অধিকারী, তিনি ৩০ শতাংশ কাটমানি নেওয়ার একটা রেট ফিক্সড করে দিয়েছেন, দেবের ভাই বিক্রম অধিকারী, তিনি যে কাটমানি দিয়েছেন, তার ৩০ শতাংশ দেবের ঘরে গিয়েছে।'
আরও পড়ুন: টেন্ডার-দুর্নীতি নিয়ে কৃষ্ণনগর পুরসভায় তুঙ্গে তরজা, টক্কর তৃণমূল-বিজেপির