Ghatal Court: বিবাহবিচ্ছেদ মামলায় রায় দেওয়া বিচারপতিকে ইট মারতে উদ্যত যুবক, হুলুস্থুল কাণ্ড ঘাটাল আদালতে
Paschim Medinipur News: মারমুখী ওই যুবকের অভিসন্ধি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘাটাল থানায় ফোন করেন আইনজীবী থেকে বিচারক, সকলেই।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: গতিবিধি দেখে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। কিন্তু সাহস করে শুধোতে পারছিলেন না কেউ। কী ব্যাপার, কেন এসেছেন, জানতে যেতেই বিপদ বাধল। থান ইঁট নিয়ে ঘুরে থাকা যুবক জানালেন, বিচারককে মারতে এসেছেন তিনি। বিবাহবিচ্ছেদ মামলার (Divorce Case) অর্ডারের কপি না মেলাতেই এমন কাণ্ড ঘটাবেন ঠিক করেছেন বলে জানান। তাতেই শোরগোল পড়ে যায় চারিদিকে।
বিচারককে মারতে আদালতে যুবক
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur News) ঘাটাল মহকুমা আদালতের ঘটনা (Ghatal Court)। শুক্রবার আদালত চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। এমনকি প্রধান বিচারকের বেরনোর রাস্তায়, আড়াআড়ি মোটর সাইকেল দাঁড় করিয়ে ফটক কার্যত আটকে রাখেন তিনি। হাতে থান ইঁট নিয়ে পায়চারি করতে থাকেন।
লম্বা-চওড়া ওই যুবককে এমন ভাবে দেখে সন্দেহ হয় অনেকেরই। তবে প্রথমে কেউই এগনোর সাহস পাচ্ছিলেন না। শেষ মেশ কয়েক জন আইনজীবীই তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তাতে নির্লিপ্ত ভাবে ওই যুবক জানান, অতিরিক্ত জেলা বিচারক সঞ্জয় শর্মার মাথায় ই থান ইঁট ভাঙবেন তিনি। তাতেই হুলস্থুল পড়ে যায় আদালত চত্বরে।
আরও পড়ুন: East Midnapore News: নিউ দিঘায় হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু পর্যটকের
মারমুখী ওই যুবকের অভিসন্ধি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘাটাল থানায় ফোন করেন আইনজীবী থেকে বিচারক, সকলেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শনিবার আদালতে তোলার কথা তাঁকে। তাঁর বিরুদ্ধে ৩০৭,৩৫৩,১৮৬,৩৪১, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।
ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রিয়রঞ্জন বসু। চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দাতিনি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলায় রায় শোনায় ঘাটাল আদালত। আদালতের রায়ের প্রতিলিপি এখনও হাতে পাননি তিনি। তার জন্যই তিনি এমন