Paschim Medinipur: পুজোর মুখে ফের ডাকাতির চেষ্টা, মাঠ ঘিরে দুষ্কৃতীদের ধরল দাসপুর পুলিশ !
Dacoity Items Recovered " দুষ্কৃতীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে
সোমনাথ দাস, দাসপুর : এ যেন অনেকটা সিনেমার চিত্রনাট্য ! খবর পেয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলা। এরপর পুলিশ-দুষ্কৃতী খণ্ডযুদ্ধ। সবশেষে দুষ্কৃতীদের গ্রেফতার !
বড়সড় ডাকাতির উদ্দেশ্যে (Robbery Attempt) দাসপুরের (Daspur) কলড়ার একটি মাঠে উপস্থিত হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এমনই খবর পায় দাসপুর থানার পুলিশ। এরপর পুলিশের দল কলড়ার ওই মাঠটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেই সময় পুলিশ-ডাকাত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় দাসপুর পুলিশ। কিন্তু, তাতেই শেষ নয় পুলিশের উদ্যোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনের নাম উঠে আসে। পরে তাদেরও গ্রেফতার করা হয়। দুষ্কৃতীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাওয়া গেছে একটি দেশি বন্দুক ও সঙ্গে ২ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে খবর, দাসপুর এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তবে পুলিশ খবর পেয়ে যাওয়ায় তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। ডাকাতির এই উদ্যোগের সঙ্গে আরও কারা জড়িত তার খোঁজে পুলিশ।
গতকালই দিনেদুপুরে অলঙ্কারের একটি বড় শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। একইদিনে প্রায় একই সময়ে রাজ্যের দুই জেলায় নদিয়ার রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতদল চড়াও হয়। ঠিক তার ৪৫ মিনিট পর একই ঘটনা ঘটে রানাঘাটে। ১২ নম্বর ওয়ার্ডের চাবিগেট এলাকায় সেনকোর শোরুমে হানা দেয় ডাকাতের দল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জোড়া ডাকাতির নেপথ্যে কি রয়েছে একই গ্যাং?
ঘটনার পর এখনও থমথমে নদিয়ার রানাঘাট। সাড়ে ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি টাকার গয়না এখনও উদ্ধার হয়নি বলে কর্তৃপক্ষের দাবি। এর মধ্যেই দুষ্কৃতীদের সম্পর্কে এল গুরুত্বপূর্ণ তথ্য । পুলিশ সূত্রে খবর, কল্যাণী বি ব্লকের একটি বাড়িতে প্রায় মাস দেড়েক ধরে ভাড়া নিয়ে থাকতো দুষ্কৃতীরা। কল্যাণীর বাড়ির মালিককে এদিন রানাঘাট থানায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, রেলের অস্থায়ী কর্মী পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা।
পুরুলিয়া শহরের নামোপাড়ায় ওই একই সংস্থার শো-রুমে ভয়াবহ ডাকাতির পর আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এর মধ্যেই হাতে এসেছে সিসি ক্যামেরার ছবি। ডাকাতরা সোনার দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিলেও, পাশেই নির্মীয়মাণ প্রকল্পে লাগানো সিসি ক্যামেরায় তাদের চম্পট দেওয়ার ছবি ধরা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, দুটি মোটরসাইকেলে ৬ জন এসেছিল। ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে ৩ জন রয়েছে। মাঝের জনের হাতে লাল রঙের ব্যাগ, একদম পিছনের জনের মাথায় হেলমেট ছিল।
এদিন ঘটনাস্থলে যান বাঁকুড়া রেঞ্জের IG ভরতলাল মিনা। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দোকানে চড়াও হয় ডাকাতরা। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে দাবি করেছে সেনকো কর্তৃপক্ষ। একইসঙ্গে নদিয়ার রানাঘাটেও সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি হয়। ওই ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় এক কোটি টাকার গয়না।
আরও পড়ুন ; ৪৫ মিনিটের তফাতে একই সংস্থার দুই দোকানে ডাকাতি ! নেপথ্যে কি রয়েছে একই গ্যাং?