Goaltor : গোয়ালতোড়ে ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে !
Pradhan Mantri Awas Yojana : অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসক-নেতা। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।
সোমনাথ দাস, গোয়ালতোড় : পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে উপভোক্তাদের ভয় দেখিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাসক-নেতা। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।
ইটের কাঠামো একটা থাকলেও মাথার ওপর ছাদ নেই। ঘরের দেওয়াল ফাটিয়ে বেড়ে উঠছে অশ্বত্থের চারা। এই বাড়ির গায়েই খড়ের চালা বানিয়ে কোনওমতে দিন গুজরান হয়। বাড়ির গায়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিবর্ণ ফলক। কোথাও আবার অর্ধসমাপ্ত বাড়ি ঘিরে আগাছার জঙ্গল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ১০ নম্বর জোগারডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়, এই সমস্ত বাড়ি ঘিরেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। উপভোক্তাদের একাংশের অভিযোগ, বছর পাঁচেক আগে অ্যাকাউন্টে জমা পড়া টাকার একাংশ ভয় দেখিয়ে আত্মসাৎ করেছেন স্থানীয় তৃণমূল নেতা ও গড়বেতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বিদ্যুৎ সন্নিগ্রহী। টাকা না দিলে, সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী উপভোক্তা হেলু লোহার বলেন, বিদ্যুৎ সন্নিগ্রহি এসে জোর করে টাকা নিয়ে নিয়েছেন। বলেছেন, না দিলে জল, ১০০ দিনের কাজ বন্ধ করে দেবেন।
অভিযোগকারী উপভোক্তা তারকনাথ লোহার বলেন, বলল ঠিকাদারকে দিয়ে বাড়ি করাতে হবে। তোরা পারবি না। তাই তিন কিস্তির টাকা ওদের হাতে তুলে দিয়েছি। এখনও বাড়ি হয়নি।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। গড়বেতা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতা বিদ্যুৎ সন্নিগ্রহী বলেন, মিথ্যা অভিযোগ। আমি তো ত্রাণ বিলি করি বিপদে আপদে এগিয়ে যাই। তাই আমার বিরুদ্ধে অভিযোগ তো হবেই।
এদিকে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। পশ্চিম মেদিনীপুর বিজেপির এসসি এসটি মোর্চার জেলা সভাপতি পশুপতি দেব সিংহ বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গলমহলের গরিব মানুষগুলোর ঘর করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করা হয়েছে।
এনিয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি বলেন, ঠিকাদার গন্ডগোল করেছেন। দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
আবাস-দুর্নীতির অভিযোগ নিয়ে বিডিও-র দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। গড়বেতা ২ নম্বরের বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য বলেন, বেনিফিসিয়ারি নিজেরা টাকা পান...কেউ দোষী হলে শাস্তি পাবে।
মাথার ওপর পাকা ছাদ। সেই স্বপ্ন শেষপর্যন্ত সত্যি হবে তো, আপাতত সেটাই গোয়ালতোড়ের অসহায় মানুষগুলোর কাছে বড় প্রশ্ন।