Pashchim Medinipur: পড়ুয়া বোঝাই স্কুলভ্যান উল্টে পড়ল পুকুরে! বুধবার সকালে দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে
School Van Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা! পড়ুয়াদের নিয়ে উল্টে গেল স্কুল ভ্যান। সোজা গিয়ে পড়ল পুকুরে। বড়সড় বিপত্তিতে যদিও কোনও পড়ুয়া আহত হয়নি।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের ভয়ঙ্কর দুর্ঘটনা শিকার স্কুল পড়ুয়ারা (Road Accident)। স্কুল যাওয়ার পথেই পথ দুর্ঘটনার শিকার হয় একটি ভ্যান (School Van)। বড়সড় বিপত্তি। তবে অক্ষত রয়েছে প্রত্যেক শিশু, আর গাড়ির চালক? ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur)।
মর্মান্তিক! পড়ুয়াদের নিয়ে উল্টে গেল স্কুল ভ্যান
মর্মান্তিক পথ দুর্ঘটনা! পড়ুয়াদের নিয়ে উল্টে গেল স্কুল ভ্যান। সোজা গিয়ে পড়ল পুকুরে। বড়সড় বিপত্তিতে যদিও কোনও পড়ুয়া আহত হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর গাড়ির চালক আহত হয়েছেন।
এই সাংঘাতিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ইন্দা বামুনপাড়া এলাকায়। আজ, বুধবার সকালে স্কুলের ছাত্রদের নিয়ে স্কুল ভ্যান প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশে রওনা দেয়। সেই সময় পথে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময়ে স্কুল ভ্যান গাড়ি হঠাৎ করে পুকুরে পড়ে যায়। পুকুরে কম জল থাকায় ছাত্রদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কিন্তু চালক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালক ও ছাত্রদের উদ্ধার করা হয়। চালককে হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য এবং ছাত্রদের নির্বিঘ্নে স্কুলে পাঠানো হয়েছে এই ঘটনার পর।
স্কুল ছাত্র বোঝাই গাড়ির দুর্ঘটনা
গত বছর অগাস্ট মাসে, একটি মর্মান্তিক পুলকার দুর্ঘটনা ঘটে নিউটাউনে (School Car Accident)। মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় সেই পুলকার। পাঁচজন ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিল গাড়িটি। বালিগুড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। চালককে আটক করে পুলিশ।
আরও পড়ুন: IT Raid In Swarup Biswas House : মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা
পুলিশ সূত্রে খবর মেলে, নিউটাউন থেকে পাঁচ জন ছাত্রকে নিয়ে একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল পুলকার (pool car)। কারিগরি ভবন পার করার পর চালকের ফোন আসে। সেই ফোন ধরতে গিয়েই বিপত্তি বলে অভিযোগ ওঠে। ফোন ধরে কথা বলতে বলতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় সেই পুলকার। সেই ঘটনায় দু'জন ছাত্র অল্প আহত হন। খবর পেয়ে অভিভাবকরা এসে সন্তানদের নিয়ে যান। ওই ঘটনায় পুলিশ চালককে ও গাড়িটিকে আটক করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।