Petrol-Diesel Price: আরও মহার্ঘ জ্বালানি, কাল থেকে নতুন দামে বিকোবে পেট্রোল-ডিজেল
Petrol Diesel Price Today: মধ্যবিত্তের চাপ বাড়িয়ে ফের মহার্ঘ জ্বালানি। কাল সকাল থেকে পেট্রোলে লিটার প্রতি ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি।
কলকাতা: ৮দিনে ৭ বার! কাল থেকে ফের বাড়ছে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। মধ্যবিত্তের চাপ বাড়িয়ে ফের মহার্ঘ জ্বালানি। কাল সকাল থেকে পেট্রোলে লিটার প্রতি ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি।
কত হচ্ছে পেট্রোল ডিজেলের নতুন দাম?
কাল সকাল থেকে কলকাতায় (Kolkata) পেট্রোল লিটার প্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। কাল সকাল থেকে ডিজেলে লিটার প্রতি ৮৪ পয়সা মূল্যবৃদ্ধি। কাল সকাল থেকে কলকাতায় ডিজেল লিটার প্রতি ৯৪ টাকা ৭৬ পয়সা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তেলের দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল। এবার সেটাই হল।
জ্বালানি বিতর্ক সংসদে
এদিকে, ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরোতেই চড়চড়িয়ে চড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এক সপ্তাহে দাম বেড়েছে ৬ বার। রান্নার গ্যাসও আকাশছোঁয়া। এই অবস্থায় তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বিরুদ্ধে সংসদে সরব হল তৃণমূল ও কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
আরও পড়ুন, রেল অবরোধ, বচসা, দফায় দফায় উত্তেজনা, পুলিশের সঙ্গেও হাতাহাতি, বঙ্গে কেমন প্রভাব বনধে
ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে। গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সর্বকালীন উচ্চতায় পৌঁছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা! এমনকি, প্রায় সাড়ে আটশো রকমের ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হতে পারে বলেও প্রবল আশঙ্কা।
উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের সময় পেট্রোপণ্যের দাম বাড়া বন্ধ হয়ে গেছিল কোন ম্যাজিকে?আর ভোট মিটে যেতেই ফের সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো কেন শুরু হয়ে গেল?এদিন সংসদে প্রশ্ন তোলে বিরোধীরা।