Phalaharini Kali Puja 2025: সারদা মা-কে ষোড়শী রূপে পুজো, ফলহারিণী অমাবস্যা ভক্তদের ঢল দক্ষিণেশ্বর-তারাপীঠে; রাতে বিশেষ পুজো-আরতি-ভোগ
Tarapith Temple: ফলহারিণী অমাবস্যা উপলক্ষে এদিন তারাপীঠে প্রচুর মানুষ ভিড় করেছেন। সকাল থেকেই ভক্তদের ঢল।

কলকাতা ও তারাপীঠ : আজ ফলহারিণী অমাবস্যা। এই উপলক্ষে ভক্তদের ঢল নামল দক্ষিণেশ্বর ও তারাপীঠ মন্দিরে।
এইদিন তারাপীঠে অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ মা তারার তিনবার আরতি। ভোরে মঙ্গলারতি, সন্ধ্যারতি এবং নিশিরাতে হবে আরতি। মাকে আজ ফল দিয়ে রাজবেশে সাজানো হয়। ফলহারিণী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠে মা তারা-কে এই দিন দু'বার করে ভোগ নিবেদন করা হয়। দুপুরে মা তারাকে সাদা ভাত, খিচুড়ি, পোলাও, ভাজা, মিষ্টি, মাছের মাথা, পোড়া শোল মাছ সহযোগে ভোগ নিবেদন করা হয়েছে। রাতে আবারও পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, পোলাও এবং মাংস নিবেদন করা হবে। তারাপীঠে ফলহারিণী অমাবস্যায় মাকে পোড়া শোল মাছের এই বিশেষ ভোগ নিবেদন করা হয়।
ফলহারিণী অমাবস্যা উপলক্ষে এদিন তারাপীঠে প্রচুর মানুষ ভিড় করেছেন। সকাল থেকেই ভক্তদের ঢল। আজকের দিনে পাঁচ রকমের ফল দিয়ে মা তারাকে পুজো দেন ভক্তরা। ভোর ৫টায় মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। সারাদিন পুজো হচ্ছে। কিছুক্ষণ আগে মায়ের সন্ধ্যারতি শেষ হয়েছে। যত রাত নামছে তত ভক্তদের ঢল নামছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আজ সারা রাত মন্দির খোলা রাখা হবে। বন্ধ করতে হলে সেই রাত ৩টেয় করা হবে। মা-কে এক ঘণ্টা বিশ্রাম দেওয়ার জন্য। এরপর হবে অমাবস্যায় মায়ের পূর্ণ আরতি হবে। রাতে একটা ভোগ হয়। সেই ভোগ অনেক কিছু থাকে। ৫-৭ রকমের ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস...এ সমস্ত দিয়ে মা-কে ভোগ দেওয়া হয়।
অন্যদিকে, দক্ষিণেশ্বর মন্দিরে তিনটি কালীপুজো বিখ্যাত। রটন্তী কালীপুজো, দীপাবলির কালীপুজো ও ফলহারিণী কালীপুজো। ফলহারিণী কালীপুজো উপলক্ষ্যে এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরে বহু ভক্তের ভিড়। এই কালীপুজোয় যেমন বহু মানুষ ফল দিয়ে পুজো দিতে আসেন, তার সঙ্গে সঙ্গে এই দক্ষিণেশ্বর মন্দিরে আর একটা যোগ রয়েছে। যেহেতু রামকৃষ্ণ দেব সারদা মা-কে ষোড়শ উপাচারে পুজো করেছিলেন। যাকে ষোড়শী পুজো বলা হয়। সেটা করেছিলেন আজকের দিনে। অর্থাৎ, রামকৃষ্ণদেব যেহেতু সারদা মা-কে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এটারও একটা গুরুত্ব রয়েছে। সারদা মায়ের ঘরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য দিনের থেকে একটু আলাদা করেই এদিন সন্ধ্যারতি হয়। গঙ্গা থেকে জল এনে রাতে ঘট স্থাপন করা হবে। তারপরে অমাবস্যার যে পুজো রয়েছে, সেই বিশেষ পুজো হবে রাতের বেলায়।























