Suvendu Adhikari: 'সরকারি কর্মীদের ব্যবহার করছে পিসি' ট্যুইটে ফের মমতাকে নিশানা শুভেন্দুর
একদিকে ডিএ না পেয়ে সরকারি কর্মীরা আন্দোলন করছেন, তাঁদের বদলি করা হচ্ছে। অন্যদিকে, দলের ফান অ্যান্ড গেমের জন্য় সরকারি কর্মীদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে।
কলকাতা: ফের মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা শুভেন্দু অধিকারীর। ট্যুইটারে তিনি লিখেছেন, আসন্ন পঞ্চায়েত ভোটে, প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের জন্য শুধু পুলিশ নয় সরকারি কর্মীদেরও ব্যবহার করছেন 'পিসি'। বেশ কয়েকটি তালিকা তুলে ধরে তিনি লিখেছেন, 'পিসি-ভাইপো'র দলের প্রাথমিক প্রার্থী নির্বাচনের জন্য সরকারি কর্মীদের কাজে লাগানো হচ্ছে। একদিকে ডিএ না পেয়ে সরকারি কর্মীরা আন্দোলন করছেন, তাঁদের বদলি করা হচ্ছে। অন্যদিকে, দলের ফান অ্যান্ড গেমের জন্য় সরকারি কর্মীদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে।
'Pishi' is now not only using police but also government employees to conduct primary election of candidates of TMC (Regional Party) for the upcoming panchayat election. See the list of government employees being made to work as personal staff of Pishi-Bhaipo combine's regional… pic.twitter.com/vOsHjEQYjo
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 3, 2023
শাসকদলকে কড়া আক্রমণ: তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, ২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহতা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই ব্ল্যাক ডে-র দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকমভাবে নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। আমরা যেন ভুলে না যাই, বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা। তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ধর্মঘটের ডাক: বিজেপির বুথ সভাপতিকে খুনের প্রতিবাদে আজ ময়না ব্লকে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, পূর্ব মেদিনীপুর জেলার ১০০টি জায়গায় অবরোধ কর্মসূচি পালন করার কথা বিজেপির। শুভেন্দুর দাবি, নিহত বিজেপি নেতার দেহের ময়নাতদন্ত হবে কেন্দ্রীয় হাসপাতালে। খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বিজেপি নেতার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলে শুভেন্দুর দাবি।
অভিষেকের নিশানায়: উল্লেখ্য, এর আগে নবজোয়ার কর্মসূচিতে গিয়ে শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ও তৃণমূলের লক্ষ্মী! বিজেপিতে যত থাকবে, বিজেপি তত মায়ের ভোগে যাবে। উত্তর দিনাজপুরের করণদিঘির সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বিরোধী দলনেতাও নাম না করে অভিষেককে বিজেপির লক্ষ্মী বলে কটাক্ষ করেছিলেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।