News LIVE Updates: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ
LIVE News Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...

Background
কলকাতা : দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে। প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ
শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ! ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। 'ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো', খোলা বাজার থেকে নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাতো, খবর ইডি সূত্রে। 'আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড', একটি ভোটার কার্ড নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট-গোপালপুর বিধানসভার। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ৫০ কোটির লেনদেনের হদিশ মিলেছে আজাদের থেকে, খবর ইডি সূত্রে। তাহলে কি কোনও স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ? জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ কী ? আজাদের হাত ধরে আরও কোনও পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো? ১৫ এপ্রিল: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার হয় আজাদ মল্লিক
পাকিস্তানকে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী। সাউথ ব্লকে জরুরি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। CDS, সেনাপ্রধান, নৌসেনা প্রধান ও বায়ুসেনার উপপ্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের। প্রত্যাঘাত-পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে পাক রেঞ্জার্সেদের হাতে আটক BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পরিবারের। আর কতদিন অপেক্ষা করতে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছেন পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী।
এবার সোপিয়ানে পড়ল পোস্টার। জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের তরফে, গোপন রাখা হবে পরিচয়। সোপিয়ানে বিভিন্ন প্রান্তে দেখা গেল এই পোস্টার। সোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর পুলিশের তরফে এই পোস্টার লাগানো হয়েছে।
অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান। ফের একবার সাংবাদিক বৈঠক করে সামরিক অভিযান ও তার জেরে পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিল ভারতীয় সেনা-বায়ুসেনা ও নৌসেনা! ফের একবার বুঝিয়ে দিল ভারতের প্রকৃত লড়াই কার সঙ্গে! তিনবাহিনীর তরফে জানানো হয়েছে, জঙ্গি ঘাঁটির পাশাপাশি, আঘাত হানা হয়েছে পাক সেনার তেরোটি ঠিকানায়। যার মধ্য়ে রয়েছে কয়েকটা বায়ুসেনা ঘাঁটিও।
India-Pakistan Conflict Live Updates: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। খুলছে বাজার-দোকান-স্কুল-কলেজ। উপত্যকায় খুলল ৩২টি বিমানবন্দর। আজ জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ্, শ্রীনগর, রাজকোটের সব উড়ান বাতিল ইন্ডিগোর । আগামীকাল থেকে খুলছে কাশ্মীর বিশ্ববিদ্যালয় । পাকিস্তানকে প্রত্যাঘাতের পরেও অলআউট অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী। উপত্যকার জঙ্গলগুলিতে অভিযান ভারতীয় সেনা বাহিনীর।
চপার-ড্রোন উড়িয়েও চলছে নজরদারি।
Operation Keller Live Updates : সোপিয়ানে অপারেশন কেল্লার, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি
অপারেশনের সিঁদুরের পর এবার অপারেশন কেল্লার। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। সোপিয়ানের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি।
নিহত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। নিহত সাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন TRF-এর অপারেশনাল কমান্ডার। ২ বছর আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় সাহিদ কুট্টে । নিহত আদনান সফিও সক্রিয় লস্কর সদস্য, খবর সূত্রের। নিহত আদনান সফি সোপিয়ানেরই বাসিন্দা । ৬ মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর আঠেরোর আদনান সফি। কয়েকদিন আগে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ। ১৪ জনের তালিকায় নাম ছিল নিহত ৩ জঙ্গির । বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সাহিদ কুট্টে ও আদনানের বাড়ি।























