Paschim Bardhaman:তালা বন্ধ জিতেন্দ্র তিওয়ারির বাড়ি, ফিরে এল পুলিশ
Jitendra Tiwari: দুপুর দুটো নাগাদ বিজেপি নেতার বাড়িতে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: হাইকোর্টে (High Court) আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) বাড়িতে পুলিশ। দুপুর দুটো নাগাদ বিজেপি নেতার বাড়িতে যায় আসানসোল (Asansol) দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল। আবাসনে তালা বন্ধ থাকায় ফিরে এসেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দল।
চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি গিয়েও ফের ফিরতে হল পুলিশকে। আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ। আগাম নোটিস দিয়ে বাড়িতে গেলেও তালাবন্ধ ছিল, দাবি পুলিশের। দুপুর দুটো নাগাদ বিজেপি নেতার বাড়িতে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল। গেট তালাবন্ধ থাকায় ২৫ মিনিট অপেক্ষার পর ফিরে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দল। আগামীকাল বিকেল চারটেয় বাড়িতে থাকতে বলে ফের বাড়ির দরজায় নোটিস।
গতকালই কম্বলকাণ্ডে মৃত্য়ুর ঘটনায় জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়।
কোন ঘটনায় মামলা?
আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। গত ১৪ ডিসেম্বর চৈতালি তিওয়ারির ওয়ার্ডের রামকৃষ্ণডাঙায়, তাঁরই উদ্যোগে শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। ওই অনুষ্ঠানে চৈতালির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে দেখা যায় চৈতালির স্বামী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক নেতাকে। শুভেন্দু অধিকারী অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কম্বল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা, ঝালি বাউড়ি ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। গত বছরের ডিসেম্বরেও জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গিয়ে ফিরতে হয়েছিল পুলিশকে।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র ফাঁস? সুকান্তর ট্যুইট ঘিরে জল্পনা






















