Sukanta Majumdar: শাহজাহানকে গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও! সুকান্তদের বিরুদ্ধে মামলা পুলিশের
Sandeshkhali ED Attack: সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।
![Sukanta Majumdar: শাহজাহানকে গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও! সুকান্তদের বিরুদ্ধে মামলা পুলিশের Police Case Against Sukanta Majumdar and other bjp leader for Nazat Thana gherao, demanding Sheikh Shajahan Arrest for Sandeshkhali ED Attack Sukanta Majumdar: শাহজাহানকে গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও! সুকান্তদের বিরুদ্ধে মামলা পুলিশের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/67562a18db02aeb8ad485a5853c3f5c41705308846453385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: থানা ঘেরাও কর্মসূচির জেরে সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।
সেদিন কী হয়েছিল?
সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার পর ৬ দিন পার হয়েছিল সেদিন পর্যন্ত। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? লঘু ধারাতেই বা কেন মামলা রুজু করল পুলিশ? তারই প্রতিবাদে সেদিন সন্দেশখালির ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপির। আর সেই কর্মসূচি ঘিরেই তুমুল উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়।
ন্যাজাট থানার আগে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সদলবলে যান সুকান্ত মজুমদার।'পুলিশ যেখানে আটকাবে, সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ', এমনই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন সুকান্ত মজুমদার।
ন্যাজাট থানার ১ কিলোমিটার আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বিপুল পুলিশকর্মী নিয়ে আসা হয়েছিল। মজুত ছিল মহিলাপুলিশও। ব্যারিকেড দেওয়া হয়েছিল রাস্তায়। এক স্তরের ব্যারিকেড খুলে মিছিল করেছে বিজেপি। পুলিশের দেওয়া গার্ডরেল খুলে নর্দমায় ফেলে দিয়েছিলেন বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি-র আধিকারিকরা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না শেখ শাহজাহানের।
কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে তা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথম থেকেই মিছিল আটকানোর জন্য বিপুল বাহিনী মোতায়েন করা হয়েছিল। মিছিল কিছুদূর এগোতেই ব্যারিকেড পড়ে, সেই ব্যারিকেড ভেঙে ফেলেছিলেন বিজেপি কর্মীরা। থানার ১০০ মিটারের কাছাকাছি আসতেই বাধা দিয়েছিলেন পুলিশকর্মীরা। রাস্তায় বসে আন্দোলন শুরু হয়। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন সুকান্ত। পুলিশের তরফে মাইকিং করা হয় যে বিজেপির কর্মীরা যেন বসে যান। আর এগোতে বারণ করা হয় পুলিশের তরফে। সুকান্ত মজুমদারের অভিযোগ, 'মাইকিং হয়নি ১৪৪ নিয়ে। সব খোলা, দোকানপাট খোলা, সবাই রয়েছে। শুধুমাত্র বিজেপির উপর ১৪৪ ধারা নাকি? এমন ১৪৪ ধারা হয় নাকি? এটা গণতান্ত্রিক নয়।'
আরও পড়ুন: শীতের দূষণে ঘন ঘন সর্দি কাশি শ্বাসকষ্ট ? সুস্থ থাকুন ৫ উপায়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)