Berhampore Murder: বহরমপুর গার্লস কলেজের ছাত্রী সুতপা চৌধুরী খুনে চার্জশিট পেশ পুলিশের
Sutapa Chowdhury Murder Update: কলেজ ছাত্রীকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। সেই ঘটনার ৭৫ দিনের মাথায়, শুক্রবার বহরমপুর আদালতে হত্যাকাণ্ডের চার্জশিট পেশ করল পুলিশ।
রাজীব চৌধুরী ও করুণাময় সিংহ: বহরমপুর গার্লস কলেজের (Beharampur Girls College) ছাত্রী সুতপা চৌধুরী (Sutapa Chowdhury) খুনের ঘটনায় আজ চার্জশিট (Chargesheet) পেশ করল পুলিশ (Police)। ধৃত সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনের ধারায় চার্জশিট পেশ করা হয়েছে। শাস্তির দাবি করেছে, নিহত ছাত্রীর পরিবার।
সুতপা খুনে চার্জশিট পেশ পুলিশের: বহরমপুরের (Beharampur) গোরাবাজারে (Gorabazar) মেসে’র সামনে নৃশংসভাবে খুন করা হয়েছিল, বহরমপুর গার্লস কলেজের প্রাণীবিদ্যা (Zoology) তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে। সেই ঘটনার ৭৫ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ। ২’রা মে দিনটা ছিল সোমবার। সন্ধেবেলা শহিদ সূর্য সেন রোড দিয়ে মেসে ফিরছিলেন বহরমপুর গার্লস কলেজের (Beharampur Girls College) প্রাণীবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। সিসিটিভি (CCTV) ক্যামেরাতেই দেখা যাচ্ছে, তাঁকে অনুসরণ করছে সুশান্ত চৌধুরী! মেসের দরজার সামনেই সুতপার ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপানো হয়!
খুন ও অস্ত্র আইনের ধারায় চার্জশিট: কলেজ ছাত্রীকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। সেই ঘটনার ৭৫ দিনের মাথায়, শুক্রবার বহরমপুর আদালতে (Beharampur Court) হত্যাকাণ্ডের চার্জশিট পেশ করল পুলিশ। অভিযুক্ত সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে ৩০২ অর্থাৎ, খুন ও অস্ত্র আইনের ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। ঘটনার দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তারপর টানা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। সেই ঘটনায়, শুক্রবার, মুর্শিদাবাদ আদালতে ৩৮৩ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। তাতে ৫৪ জন সাক্ষীর বয়ান রয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন, নিহত কলেজ ছাত্রীর বাবা। এখনও জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত সুশান্ত চৌধুরী। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য, কলকাতা থেকে সরকারি আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে।