(Source: ECI/ABP News/ABP Majha)
Post Poll Violence : ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে CBI, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার
ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে যায় সিবিআই। বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআইয়ের ৩ সদস্যের দল।
কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence )তদন্ত করবে সিবিআই (CBI)। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) গেল রাজ্য সরকার। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, সঠিক বিচার না মেলার আশঙ্কায় এই মামলা রাজ্যের।
ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে যায় সিবিআই। বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআইয়ের ৩ সদস্যের দল। বীরভূমের সিউড়িতে জেলে গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের দল। অন্যদিকে, নদিয়ার চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা।
আরও পড়ুন: ‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলল কমিশন
ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে CBI টিম। পূর্ব মেদিনীপুরের খেজুরির মালদা গ্রামে ফের পৌঁছল সিবিআই। এদিন নির্যাতিতার সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ৫ মে বিজেপি কর্মীকে গণধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।এমনকি তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয়। যেখানে বোমাবাজি হয়, সেই জায়গাও ঘুরে দেখলেন সিবিআইয়ের গোয়েন্দারা।
এরপরে কাঁথি আদালতে যায় সিবিআইয়ের তিন সদস্যের দল। আদালতে এই মামলার নথি হস্তান্তরের আবেদন জানায় সিবিআই। CBI-এর আরেকটি টিম এদিন পৌঁছে যায় নদিয়ার চাকদায়। ১৮ এপ্রিল রাওতারির মন্ডল পাড়ায় বাড়ির পাশে বাগানে মৃতদেহ উদ্ধার হয় বিজেপি কর্মী দিলীপ কীর্তনিয়ার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই খুনের মামলার তদন্তে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা।
গত ১২ জুন বীরভূমের কাঁকরতলার নবাসন গ্রামে বিজেপি কর্মী মিঠুন বাগদিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়। আদালতের অনুমতি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বুধবার সিউড়ি সংশোধনাগারে পৌঁছে যায় সিবিআই টিম। মঙ্গলবার দুবরাজপুর আদালতে বিচারাধীন বন্দিদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আর্জি জানায়। এদিন একটি মামলার তদন্তের স্বার্থে ব্যারাকপুরের উপ সংশোধনাগারেও যায় সিবিআই।
গত কয়েকদিন ধরেই ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে সিবিআই টিম। কিন্তু, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির তদন্তের দায়িত্ব যাদের, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাত SIT কোথায় গেল? তদন্ত প্রক্রিয়ায় SIT-কে দেখা যাচ্ছে না, এই অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীদের একাংশ। আদালত অবমাননার রুল জারির আবেদন করেন এক মামলাকারী। সেই প্রসঙ্গে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ বলেv, SIT কাজ করছে না, এ প্রসঙ্গে হাইকোর্ট ওয়াকিবহাল। আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে।