Post Poll Violence: খেজুরিতে ভোট পরবর্তী সন্ত্রাস, তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
East Midnapore News: ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের ছবিটা। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
ঋত্বিক প্রধান, খেজুরি: পূর্ব মেদিনীপুরের খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence)। তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির।
খেজুরিতেও ভোট পরবর্তী সন্ত্রাস: ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের ছবিটা। এবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগের তির বিজেপির দিকে। খেজুরির টিকাশি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে উত্তর কলনদান গ্রামে তৃণমূল কর্মী নরেন্দ্রনাথ মাঝির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। বিজেপির দাবি, ভোটে জেতার পর থেকেই পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলে কোন্দল শুরু হয়েছে। তার জেরেই এই ঘটনা।
ভোট-সন্ত্রাসে অব্যাহত মৃত্যুমিছিল। ভোটের দিন ঘোষণার পর থেকে, রাজ্য জুড়ে মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়ে গেছে। ৩৯ দিনে ৫৫ জনের- মৃত্যু। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিকে ভোট-সন্ত্রাসের আঁচ এবার পর্যটন-শহর দিঘায়।
কী ঘটেছে?
মালিক বিজেপি করায় একটি হোটেলে ভাঙচুর, ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী, সমর্থকদের কাজেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোটে জেতার পর থেকেই দিঘায় শুরু হয়েছে এই সন্ত্রাস। মোটরভ্যান চালকদেরও আটকানো হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী বাংলাকে অশান্ত করে ৩৫৫ ধারা জারির চেষ্টা করেছেন। সেই কারণেই পরিকল্পিত অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial