Presidency University: পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগ, প্রেসিডেন্সির ৪ TMCP নেতার 'শাস্তি
চলতি সিমেস্টারের জন্য ২ টিএমসিপি নেতা সাসপেন্ড। ৪ টিএমসিপি নেতার হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা।
কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) ৪ টিএমসিপি (TMC) নেতার 'শাস্তি'। চলতি সিমেস্টারের জন্য ২ টিএমসিপি নেতা সাসপেন্ড (Suspend)। ৪ টিএমসিপি নেতার হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে শাস্তি। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের পদক্ষেপ, পাল্টা টিএমসিপি।
অন্যদিকে, কিছু দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, কলেজ স্ট্রিট অবরোধ করেন বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। পাল্টা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছে TMCP।
গভীর রাতে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ঐতিহ্য়শালী হিন্দু হস্টেলে তাণ্ডব। বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, বৃহস্পতিবার দুপুরে কলেজ স্ট্রিটের ৪ মাথা মোড় অবরোধ করেন বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা।
আরও পড়ুন, সরকারি বাংলোতে থেকেও বাড়িভাড়ার জন্য লক্ষাধিক টাকা নিয়েছেন মুখ্যসচিব, অভিযোগ শুভেন্দুর
ঘটনার প্রতিবাদে, শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্ট্রিটের চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিশ্ববিদ্য়ালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ করা হয় কলেজ স্ট্রিটের মোড়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
ঘটনার জেরে হিন্দু হস্টেল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে মোতায়েনও করেছিল পুলিশ।