TET 2022 : টেট পরীক্ষার্থীদের জন্য আগামীকাল কোন কোন রুটে কখন স্পেশ্যাল ট্রেন? দেখে নিন সময়সূচি
রবিবার টেট পরীক্ষা। চলবে স্পেশ্যাল ট্রেন। দেখুন তালিকা ।
কলকাতা : রবিবার টেট পরীক্ষা । তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশন বাড়তি ১৬ জোড়া EMU স্পেশাল ট্রেন বিভিন্ন রুটে চালাবে ।
- এর মধ্যে পাঁচ জোড়া শিয়ালদা এবং ব্যারাকপুরে মধ্যে চলাচল করবে । সময় নিম্নলিখিত পোস্টে দেখে নিন ।
- এছাড়া একজোড়া ট্রেন চলাচল করবে শিয়ালদা এবং মধ্যগ্রাম শাখায়।
- একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা বারাসাত শাখায় ।
- আরেক জোড়া স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা এবং দত্তপুকুর এর মধ্যে ।
- একজোড়া ট্রেন চলবে, শিয়ালদা বজ বজ শাখায় ।
- টেট উপলক্ষে ২ জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদা সোনারপুর শাখায়।
- পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে এক জোড়া স্পেশাল ট্রেন দেয়া হয়েছে ।
- শিয়ালদা ক্যানিং শাখায় চলবে এক জোড়া স্পেশাল
- শিয়ালদা বারুইপুরে যাতায়াতের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।
ER TO RUN 16 PAIRS OF EMU SPECIAL TRAINS FOR ‘TET’ EXAMINEES pic.twitter.com/WPKnqL4PDR
— Eastern Railway (@EasternRailway) December 9, 2022টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে
- পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
- পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে।
- পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
আগামী ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে এই ট্রেনগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে।